বাংলার বৈশিষ্ট্য
আব্দুল মান্নান মল্লিক
বাংলা ভাষা বাংলার গান,
কাব্যের কথা বাংলার প্রাণ,
ভরিয়ে দিব সারাটা ভূবনে।।
পদ্মা, গঙ্গার উজান ভাঁটায়,
ভাটিয়ালি গান গেয়ে যায়,
নাবিক নায়ের বৈঠা টানে।।
শাখে শাখে পাখির তান,
পল্লিগীতি বাউলের গান,
সুর ভেসে যায় বাতাসে।।
বাংলা মায়ের সাথে প্রাণ,
জড়িয়ে থাকা পুষ্প ঘ্রাণ,
বাংলা মাতে পুষ্প সুবাসে।।
শাপলা ফোটা পুকুর ঘাটে,
হাঁসেরা জলে ডুবে ওঠে,
ডুবুরী ডুবে মাঝ পুকুরে।।
ধেনু চরায় রাখাল মাঠে,
নলখাগড়ার বংশী হাতে,
গান গেয়ে যায় দুপুরে।।
বৃক্ষ শীর্ষে জোনাকি বাতি,
জ্বলছে আলো সারা রাতি,
অন্ধ রাতে মায়ের শোভনে।।
উড়ছে কেহ বসছে ভ্রমর,
মধু চুরিতে ফুলের উপর,
খেলছে কেহ বৃন্ত দোলনে।।
আব্দুল মান্নান মল্লিক
বাংলা ভাষা বাংলার গান,
কাব্যের কথা বাংলার প্রাণ,
ভরিয়ে দিব সারাটা ভূবনে।।
পদ্মা, গঙ্গার উজান ভাঁটায়,
ভাটিয়ালি গান গেয়ে যায়,
নাবিক নায়ের বৈঠা টানে।।
শাখে শাখে পাখির তান,
পল্লিগীতি বাউলের গান,
সুর ভেসে যায় বাতাসে।।
বাংলা মায়ের সাথে প্রাণ,
জড়িয়ে থাকা পুষ্প ঘ্রাণ,
বাংলা মাতে পুষ্প সুবাসে।।
শাপলা ফোটা পুকুর ঘাটে,
হাঁসেরা জলে ডুবে ওঠে,
ডুবুরী ডুবে মাঝ পুকুরে।।
ধেনু চরায় রাখাল মাঠে,
নলখাগড়ার বংশী হাতে,
গান গেয়ে যায় দুপুরে।।
বৃক্ষ শীর্ষে জোনাকি বাতি,
জ্বলছে আলো সারা রাতি,
অন্ধ রাতে মায়ের শোভনে।।
উড়ছে কেহ বসছে ভ্রমর,
মধু চুরিতে ফুলের উপর,
খেলছে কেহ বৃন্ত দোলনে।।
No comments:
Post a Comment