Thursday, 2 July 2015

সুখ সন্ধানী

সুখ সন্ধানী 

আব্দুল মান্নান মল্লিক 


গোটা দেশটা ঘুরছ কেন সুখের সন্ধানে, 

সুখ মিলবে আপন ঘরে ভাব যদি মনে। 

পান্তা ভাতের সাথে যদি লঙ্কা থাকে ঘরে, 

সুখী থাকতে দ্বিধা কেন সময় সীমা ধরে? 

দেখছ যারে সুখী ভাব সে-তো সুখী নয়, 

অচৈতন্যে রয়ে যেজন সেইতো সুখী হয়। 

যুগে যুগে মহামানব এসেছিলেন যারা, 

বিশ্বটারে সুখী করতে হেরে গেছেন তারা। 

ঢের সুখে আছ তবু কিসের এত আশ? 

বন্ধ ঘর পড়ে রবে আঙিনায় হবে বাস। 

হরেক রকম মানুষ আছে হরেক মতবাদী, 

তবেই ওঠে ভূবন গড়ে সাথে অন্তর্ভেদী। 

পেয়েছ কি বিশ্বজুড়ে সুখী মানুষ খুজে?

সকলেরই অন্তর জ্বলে বাইরে কজন বুঝে। 

সূর্য ওঠে দিনের বেলা রাতের বেলা চাঁদ, 

ধৈর্য বিনা পেয়েছে এরা সুখের আস্বাদ? 

অনুভূতিই সহানুভূতি তবেই গড়া জীবন, 

দুখ বিনা নাই অনুভূতি সুখের দপ্তর মরণ।

No comments:

Post a Comment