Saturday, 25 July 2015

তুমি নেই আজ

তুমি নেই আজ

আব্দুল মান্নান মল্লিক

হরষিত মন ফিরে নব যৌবন,
মৃদু বাতাসের ঢেউয়ের দোলায় হৃদয় স্পন্দন।
ইশারায় দেয় ডাক বারবার পিছনে
ফেলে আসা তারুণ্যে।
আঁক দিয়ে বাতাসে, যেন এক অজানা পাখি
থাকতো যদি সাথে, হারানো দিনের সাথী!
কৃষ্ণচুড়ার রং ঝরে যায় বাতাসের দোলে,
বিহগ বিহগী জোড়া ডালে, আমি গাছতলে।
ইচ্ছা করে কখনো বিহগ বিহগীর মত,
তোমার পরশে পুনঃ নিভা তারা জ্বলতো।
সারস সারসী মাঠের প্রান্তরে,
দুটি দুটি গুটি পায়ে, মরা গাঙের তীরে।
দূর হতে পিছনে ডাক দিয়ে কে বলে
এইতো তোমার আমি,
দিওনা সাঁতার আর নয়নের জলে!
চেনা সেই কণ্ঠ আবার বিগতের পরে
স্বীয় জল গড়ে পড়ে, চেনা স্বর কর্ণগোচরে!
কোন্ প্রান্তে বিরহী তুমি রয়েছ কোথা,
বারবার কাঁদাও মোরে ইশারায় বৃথা!
আমি কি উন্মাদ? জাগ্রত না ভাবনার পরিহাস?
হৃদয়ের বহির্গমনে শুনি নিয়তি করিছে উপহাস!

No comments:

Post a Comment