Sunday, 12 July 2015

আমি টুকু ফেরিওয়ালা

আমি টুকু ফেরিওয়ালা

আব্দুল মান্নান মল্লিক

আমি গ্রাম্য ফেরিওয়ালা,
বাড়ি ফিরি সাঁঝের বেলা।
সকাল সকাল সাজিয়ে ঝুড়ি,
গাঁয়ের রাস্তায় বেরিয়ে পড়ি।
হাঁক দিয়ে যায় গ্রাম্য পাড়ায়,
যে যা নিবে সব পাওয়া যায়।
আয়নার সাথে মুক্ত চিরুনি,
আরও আছে মাথার বিনুনি।
নিবে নাকি পায়ের আলতা,
চাইলে পাবে খোপার ফিতা।
হরেক রঙের নখের পালিশ,
যেমন চাইবে নাকের জিনিস।
কাঁচের চুড়িয় পালিশ মারা,
পাবেনা কিনতে আমি ছাড়া।
নকল করণে সোনার বালা,
খেলবে হাতে চমক খেলা।
বাচ্চারা একবার দাঁড়াও দূরে,
এনেছি খেলনা বোঝাই করে।
মা বোনেদের বিদায় করে,
দিব তোমাদের একটু পরে।
হরেক রকম জিনিস আছে,
মা বোনেরা এসো কাছে।
শাঁখের চুড়ি মেসিনে কাটা,
একটিও নাই ফুটো ফাটা।
হাতের বালায় ছবি আঁকা,
পায়ের নূপুর তিনটে ঝুমকা।
সিঁথির সিঁদুরটা নিতে পার,
ভীড় করোনা আছে আরও।
ছেমড়া ছেমড়ি বুড়ো বুড়ি,
তোমরা এসো তাড়াতাড়ি।
সাজানো আছে ঝুড়ির কানে,
আরও খেলনা ভিতর পানে।
বানানো মাটির ঘোড়ার গাড়ি,
বাচ্চারা যাবে মামার বাড়ি।
চাইলে তোমরা এটাও আছে,
উঠছে বানর তারের গাছে।
দেখাবো মটির রথের গাড়ি,
জগন্নাথ দেবের আকাশ পাড়ি।
বর কনে সব জোড়া জোড়া,
মটির পুতুল হাতের গড়া।
ফিরতে বাড়ি আঁধার নামে,
নিবে নাকি কেউ সস্তা দামে?

No comments:

Post a Comment