Thursday, 9 July 2015

বাংলার বর্ষা

বাংলার বর্ষা

আব্দুল মান্নান মল্লিক

সারা রাত্রি বেজায় বৃষ্টি
দিনেও নাই বিরাম,
ব্যাঙেরা সব জমির আলে
ডাকছে অবিরাম।

সারিতে সব শিয়াল বসে
রেললাইনের ধারে,
বৃষ্টির জলে ভিজছে শীতে
হুক্কা - হুয়া করে।

খাল বিল সব বুঝাই হয়ে
জল উঠেছে ডাঙায়,
কই মাছ সব ছলাৎছলাৎ
ডাঙায় উঠে পালায়।

স্বল্পজলে হাঁসগুলো সব
করছে থৈ-থৈ,
জলে কাদায় মিশিয়ে দিয়ে
দেখতে যেমন দৈ।

জল জমেছে মাঠের উপর
কুহর ছাড়ে ইঁদুর,
ঢিবির উপর বসে তারা
কাঁপছে তুর-তুর।

খেয়া জালটি মারে জলে
ছিদাম ধরে রুই,
পিছনে তার ছোট ছেলে
হাতে ধরে খারোই।

No comments:

Post a Comment