Tuesday, 7 July 2015

চুপিচুপি


স্বরচিত কবিতা

চুপিচুপি

নুয়ে পড়া আমগাছ বাড়ির পিছনে,
অপেক্ষায় বসে আছি গোধূলি লগনে।
বলেছিলে কথা তুমি আসিতে যেথায়,
অপূর্ণ হয় ভালবাসা, আসিয়া হেথায়।
হয়তো আসিবে তুমি ঘরের বাতায়নে,
ধরে গরাদ ইশারাতে, বলিবে নয়নে।
হইতো বা বলবে তুমি, পাগলামি ছেলে,
অপেক্ষায় বসে তাই আমগাছের তলে।
বাতায়নের শিক ধরে, দেখিবে যখন,
আঁখিদ্বয়ের আলিঙ্গনে, স্বার্থক জীবন।
বারেক পড়ে কিঞ্চিত, আঁখিতে আঁখি,
বলতাম ইশারায় কথা, হবনা মুখোমুখি।
বাড়ির পিছনে লুকায় বসে নিরবধি,
পাছেতে আশঙ্কা করি, কেউ দেখে যদি।
একাকী ভাবি বসে সবার অবিজ্ঞাতে,
চাহিয়া থাকি কখনো দুইতলার ছাদে।
আমি লুকায় গাছতলে, মেঘাচ্ছন্নে রবি,
নিরাশে ফিরে আসি আঁধারে চুপিচুপি।

No comments:

Post a Comment