Saturday, 31 October 2015

কুহক বন্দি

কুহক বন্দি

আব্দুল মান্নান মল্লিক

পালক বিহীন মন তবু আকাঙ্খিতে
ভাসমান শূন্য পথ দূর দিগন্তে,
গগনতলে মেঘেদের সাথে
ইচ্ছেতো করে উড়তে।
ওদের দুহাত ধরে।
যেতে মন সেথায় ছটফট অস্থিরে।
বাউলিয়ার একতারা সুর গানে
সৃজন সেই পথ পথোচারণে,
হাঁটা পথ ওই যে গাঁ দূরে,
পারিনা রহিতে চুপ ঘরে,
কখনো ভাবি নির্জনে করি বিচরণ।
করি ঘোরাঘুরি গোটা জগৎটায়।
স্থলে জলে গগনো মহীধরে,
নিরাশার ভাবনা অন্তরে।
মায়াজালের কুটিরে।
বুঝিনা পাগল মন কখনো আবার,
সুন্দর ওই ছোট্ট পাখিটা হয়ে।
অপারক তবু অমনি করে
পুষ্পপাঁপড়িই খেলতে,
হরিৎ মাঠের প্রান্তরে।
অজানা কোনো আশায় নভস্বানে
ছুটন্ত অবিরাম কখনো ঘুর্নণে,
করে আশা আজও চরাচরে।
রয়ে যায় অপূর্ণ আশা,
ইচ্ছেটা যেমন করে।
ওরে মন পাগলা, মিথ্যা ঘোর নেশা,
হবে কি পূরণ, মনের যত আশা?
চুপ থাকা ভালো খুশি অন্তরে,
যতটুকু সম্বল তেমনি করে,
হবে কি আর ইচ্ছা করে?

No comments:

Post a Comment