Saturday, 24 October 2015

সময়ের প্রথা

সময় সরণী

আব্দুল মান্নান মল্লিক

হারানো সময় কভু ফিরিবে কি আর?
বলিতে বলিতে যায় এমুহুর্ত আবার।
অবরূদ্ধ হবে সবার চলন ঘুর্ণন গতি,
চিরতরে বহিয়া যাবে সময় নিরবধি।
ঘটন আর অঘটন সব কিছু জড়িয়ে,
স্বকীয় পথ ধরে যায় সময় দৌড়িয়ে।
স্বীয়কক্ষে চলে সময় যেন প্রতিজ্ঞায়,
অদৃশ্যের শিহরণে অনুভূত সংজ্ঞায়।
মনের পাখিটা যেন ভাবে মনে মনে,
সময়ের অপেক্ষায় উড়িবে তৎক্ষণে।
সময়ের ভাবনা কেউ ভাবে সর্বদায়,
ক্ষয়িত করে কেউ অতি অবহেলায়।
প্রশ্বাসের পরে যখন ফিরিবেনা শ্বাস,
ভুলে যাবে সবকিছু সময়টা আশ্বাস।
অসময়টা মিথ্যা কথা বলি বারংবার,
তখনও ছিল সময় ভাবিও একবার।


No comments:

Post a Comment