Monday, 26 October 2015

স্বপ্ন দেখা সত্য

স্বপ্ন দেখা সত্য

আব্দুল মান্নান মল্লিক

বিশ্বাস কর বা নাইবা কর
আসে কি যায় তাতে।
গান শুনিয়ে নাচ দেখেছি
জল পরীদের সাথে।।
কখনো নিজে পাখি হয়ে
নীল গগনের দেশে।
ডানা মেলে উড়তে থাকি
বলতে লজ্জা কিসে।।
মিথ্যা কথা বলতে নারি
সত্য পথেই চলি।
সত্য পথের পথিক আমি
সত্য কথায় বলি।।
নীল আকাশে জ্বলে উঠি
ওই তারাদের সঙ্গে।
সাগর তলে দেখি কেমন
নাচতে থাকি তরঙ্গে।।
কখন নির্জন পুকুর পাড়ে
যেথায় কেহ নাই।
জলে কুমির ডাঙায় বাঘ
কোন দিকেতে যায়।।
স্বপ্নের কথা ব্যাক্ত করি
মিথ্যা কিছুই নই।
পাইনি সত্য বাস্তব খুজে
স্বপ্ন প্রকৃত হয়।।

No comments:

Post a Comment