Friday, 16 October 2015

খলসি বিলের মাঠে

খলসি বিলের মাঠ

আব্দুল মান্নান মল্লিক

জানলা দিয়ে কে ডাকেরে,
রাত দুপুরের পরে।
মাছ ধরতে যেতে আমি,
মরবো নাকি জাড়ে?

এখনো অনেক বাকী আছে,
ভোর বেলাটা হতে।
যীন পরিতে আসবে তেড়ে,
যাবোনা এত রাতে।।

সূর্যের আলো ফোটার আগে,
আসবি ফিরে তুই।
খলসি বিলের মাঠে ধরবো,
কাতলা মৃগেল রুই।।

সঙ্গে আনতে ভুলিসনা যেন,
রেশন ভোটের ছবি।
বিশ্বাস পাইনা রাতে কারো,
যীন পরীটা হোবি।।

যখন যেমন ইচ্ছা তেমন,
কখনো সুন্দর নারী।
কখনো ছাগল গরু-ভেঁড়া,
কখনো মেয়ে বুড়ি।।

যীন পরীরা ডুবিয়ে মারে,
খলসি বিলের জলে।
রাত্রি বেলায় জলের ধারে,
কাউকে একা পেলে।।


No comments:

Post a Comment