শুন্য পিঞ্জর
আব্দুল মান্নান মল্লিক
সিকতায় ভূষিত ঘর হৃদনদী তীরে,
নদীজলের ঢেউ লাগি ভাঙে অচিরে।
এপার ভাঙ্গিয়া গঠন অপারে নীড়,
খালি পড়ে থাকে মোর হৃদনদী তীর।
স্তব্ধ স্রোতের ধারা তোমায় ছাড়া,
পড়ে থাকি নির্জনে আমি দিশাহারা।
ঘরের ঘরণী যেন জীবন সঙ্গিনী,
ছেড়ে যায় ওপারে আমি একাকিনী।
হৃদাঙ্গনে ছিল যত ভাবনা আমার,
নিমেষে হারিয়ে যায় স্বপ্নের আকার।
সোহাগের ঠাঁই দিয়ে অস্থি পিঞ্জরে,
তামস্র নির্জনে বিরাজ অজ্ঞাতসারে।
বাঁশরী বাজাই বাঁশী মৃদু বাতাসে,
ধকধক বেজে যাও শ্বাস ও প্রশ্বাসে।
করিনি কশুর কিছু ধরে রাখিবারে,
তথাপি পারিনি রক্ষিতে অন্তরে ধরে।
অন্তরে আশা যত তোমাকে নিয়ে,
প্রসারি ধোঁয়া হয়ে গেলে ব্যথা দিয়ে।
আব্দুল মান্নান মল্লিক
সিকতায় ভূষিত ঘর হৃদনদী তীরে,
নদীজলের ঢেউ লাগি ভাঙে অচিরে।
এপার ভাঙ্গিয়া গঠন অপারে নীড়,
খালি পড়ে থাকে মোর হৃদনদী তীর।
স্তব্ধ স্রোতের ধারা তোমায় ছাড়া,
পড়ে থাকি নির্জনে আমি দিশাহারা।
ঘরের ঘরণী যেন জীবন সঙ্গিনী,
ছেড়ে যায় ওপারে আমি একাকিনী।
হৃদাঙ্গনে ছিল যত ভাবনা আমার,
নিমেষে হারিয়ে যায় স্বপ্নের আকার।
সোহাগের ঠাঁই দিয়ে অস্থি পিঞ্জরে,
তামস্র নির্জনে বিরাজ অজ্ঞাতসারে।
বাঁশরী বাজাই বাঁশী মৃদু বাতাসে,
ধকধক বেজে যাও শ্বাস ও প্রশ্বাসে।
করিনি কশুর কিছু ধরে রাখিবারে,
তথাপি পারিনি রক্ষিতে অন্তরে ধরে।
অন্তরে আশা যত তোমাকে নিয়ে,
প্রসারি ধোঁয়া হয়ে গেলে ব্যথা দিয়ে।
No comments:
Post a Comment