Saturday, 3 October 2015

তবুও হয়নি কথা

তবুও হয়নি কথা

আব্দুল মান্নান মল্লিক

জমানো গুপ্তকথা বলিতে তোমায়,
জাগে মনে বারবার অপেক্ষায় তাই।
দুটো কথা বলি যদি, যদি হয় দোষ,
হয়না স্পর্ধা তাই,  হৃদয়ে  আপসোস।
আজ নয় কাল বলি, ভাবি যতবার,
বলিতে আসিয়া ফিরে গেছি বারবার।
তোমার কথা ভাবতে ভাবতে রাতে,
পার হয়ে গেছে রাত পাখিদের ডাকে।
সোনালী আলোর ঝলক দুর্ব্বার শিশিরে,
তোমার হাসি যেন, রেখেছে শিশির ধরে।
সোনালী শিশির যেন ছল-ছল নয়নে,
হাসিতে খুজে কারে, চেয়ে মোর পানে।
দেখিবার আশে, তোমার বাড়ীর পাশে,
ঘোরাঘুরিতে, সন্ধে তারা বিদ্রূপে হাসে।
সারাদিন পর সন্ধের অবশেষে,
সোনালী আলোয় সূর্য গেছে মিশে।
ঢলে পড়ে পূর্ণ  শশী দিনান্তের শেষে,
সারাদিন ব্যর্থ মোর, ঘরে ফিরি নিরাশে।

No comments:

Post a Comment