রঙের জেল্লা
আব্দুল মান্নান মল্লিক
দেখছি মানুষ নকল সবাই,
খাঁটি আছে কয়জনা।
আসল মানুষ আছে কোথায়,
করছে সবাই প্রবঞ্চনা
আমিষ খেয়ে বড়াই করে,
মুখের অধিক থাবা।
খাচ্ছে যাদের মেরে ধরে,
দেখায় তাদের সেবা।।
মোণ্ডা মিঠাই খেতে দেখি,
আরও দধি ছানা।
রইলোনা আর খেতে বাকী,
তবু কেন ঝালবাসনা।।
মানুষ নাকি জীবের সেরা,
ভূবনের এই মাঝে।
চালচলন তার হয় অপরা,
ঘুরছে নানান সাজে।।
আসল নকল কারে বলি,
গোলক ধাঁধার খেলা।
সবটা যেন গুলিয়ে ফেলি,
যায়না মুখে বলা।।
করেনা নির্ণয় ভালো মন্দ,
যেমন ইচ্ছাই চলে।
হিংসা বিদ্বেষ লাগাই দন্দ্ব,
সম্পর্কের কথা বলে।।
অশ্লীল ভাষা যে মুখেতে,
গাইছে মধুর গান।
মধুর বুলি দিবস ও রাতে,
শুনলে জ্বলে প্রাণ।।
নিজের গৌরব নিজে করে,
সবার উপর মানুষ।
পশু পাখিরা লজ্জায় মরে,
হয়েছে মানুষ বেহুঁশ।
বুঝে ভালো মানুষের সাথে,
বিবাদ লাগে যাতে।
যেথাই সেথাই ঝগড়া বাঁধে,
কুলমান আর জাতে।।
কবিতা নয় মনের কাকুতি ,
দেখছ শুধুই ছন্দ।
পশুপক্ষী নাকি মানুষ সত্যি,
মনের মাঝে দন্দ্ব।।
আব্দুল মান্নান মল্লিক
দেখছি মানুষ নকল সবাই,
খাঁটি আছে কয়জনা।
আসল মানুষ আছে কোথায়,
করছে সবাই প্রবঞ্চনা
আমিষ খেয়ে বড়াই করে,
মুখের অধিক থাবা।
খাচ্ছে যাদের মেরে ধরে,
দেখায় তাদের সেবা।।
মোণ্ডা মিঠাই খেতে দেখি,
আরও দধি ছানা।
রইলোনা আর খেতে বাকী,
তবু কেন ঝালবাসনা।।
মানুষ নাকি জীবের সেরা,
ভূবনের এই মাঝে।
চালচলন তার হয় অপরা,
ঘুরছে নানান সাজে।।
আসল নকল কারে বলি,
গোলক ধাঁধার খেলা।
সবটা যেন গুলিয়ে ফেলি,
যায়না মুখে বলা।।
করেনা নির্ণয় ভালো মন্দ,
যেমন ইচ্ছাই চলে।
হিংসা বিদ্বেষ লাগাই দন্দ্ব,
সম্পর্কের কথা বলে।।
অশ্লীল ভাষা যে মুখেতে,
গাইছে মধুর গান।
মধুর বুলি দিবস ও রাতে,
শুনলে জ্বলে প্রাণ।।
নিজের গৌরব নিজে করে,
সবার উপর মানুষ।
পশু পাখিরা লজ্জায় মরে,
হয়েছে মানুষ বেহুঁশ।
বুঝে ভালো মানুষের সাথে,
বিবাদ লাগে যাতে।
যেথাই সেথাই ঝগড়া বাঁধে,
কুলমান আর জাতে।।
কবিতা নয় মনের কাকুতি ,
দেখছ শুধুই ছন্দ।
পশুপক্ষী নাকি মানুষ সত্যি,
মনের মাঝে দন্দ্ব।।
No comments:
Post a Comment