Sunday, 1 November 2015

সত্যের সন্ধানে

সত্যের সন্ধানে

আব্দুল মান্নান মল্লিক

কেউ জানেনা নিজের কথা,
জীবন পথের শেষ অস্তিত্ব,
গোলক ধাঁধার এই দুনিয়ায়,
কোনটা মিথ্যা কোনটা সত্য।
বলতে পার আছো কি নাই,
স্পর্শ কাতরতার অনুভূতি।
এক পথেরই পথিক মোরা,
আছে কি কারো সহানুভূতি?
ভাবছো যেটা দেখছো ভিন্ন,
হারিয়ে দিয়ে নিজের মনটা,
গোলক ধাঁধায় পড়ে এবার,
দেখছে সবাই সবটা উলটা।
স্বপ্ন সত্য না বাস্তব জীবন,
পারবে দিতে সঠিক প্রমাণ?
ধাঁধায় ধাঁধায় বৃথাই জীবন,
মিথ্যা ভাবো আকাশ সমান।

No comments:

Post a Comment