Thursday, 8 October 2015

আজব শহর কলকাতা

আজব শহর কলকাতা

আব্দুল মান্নান মল্লিক

স্বীয় চোখে দেখেছিনু ঘটনা একদিন,
আট দশ হবে বয়স দেহ অতি ক্ষীণ।
হাত পাতিয়া দাঁড়াইল দরজার দ্বারে,
শিয়ালদহের অন্নশালায় রাস্তার ধারে।
বাবু সাহেব বেরিয়ে চক্ষু লাল করে,
এক চোড় মারে গালে গায়ের জোরে।
ছেলেটি উঠিয়া বলে জোড়ে হাত দুটি,
এবার তো দিবে বাবু এক টুকরো রুটি?
এই কথায় রাগে বাবু যেন পাগলা হাতি,
রুটি বিনা মারে বাবু বুটোপায়ের লাথি।
গলা ধাক্কায় ফেলে দিয়ে পথের উপর,
অপবাদ দিয়ে বলে বেটা পাক্কা চোর।
আমারই মতো সেথায় ছিলো যতজন,
সাহসে আসেনা কাছে কোন একজন।
কলকাতার শিয়ালদহ আজব শহর,
কারও বাস রাজভবন কারও নাই ঘর।
মারামারি কাড়াকাড়ি করে আবর্জনায়,
কুকুরের খাবার কাড়ে অশ্রুজলে খাই।
কাউকে দেখেনা কেউ আজব শহরে,
জল তেষ্টাই যদিও কেউ সম্মুখে মরে।
এই শহরে যদি কেউ আসে প্রথমবার,
অশ্রুজলে ফিরবে বাড়ী দেখে অনাচার। 


No comments:

Post a Comment