প্রত্যাগত দেবীমাতা
আব্দুল মান্নান মল্লিক
সঙ্কট তরিকায় মাগো করেছ দেরি,
পড়লো মনে আজ বুঝি বাবার বাড়ি?
সামগ্রী উপকরণ যত তোমারি জন্য,
তোমার আগমনে মাগো আমরা ধন্য।
পদতলে দিও মাগো একটুখানি ঠাঁই,
সঙ্কটকালে কর উদ্ধার বড় অসহায়।
দশভুজি রণসজ্জায় স্বসস্ত্র বজ্রমুঠে,
অবসান কর পাপের পূজিব একনিষ্ঠে।
এইটুকু দাবি মোদের তোমার নিকট,
অভিযোগ কর গ্রহন হয়োনা বিকট।
মুছে দাও গ্লানি যত জাতি ভেদাভেদ,
সন্তান তোমারি মা-গো তবুও বিভেদ।
কর আজ ভিন্ন মোচন সবাই সমান,
সর্ব জীবের সেরা হবে মানুষ মহান।
সর্বনাশা সবার সাথে অসুরের দল,
বিচরণ দিনে-রাতে স্বর্গ মর্ত্য ভূতল।
আচ্ছাদনে আজও তারা দৈত্য অসুর,
কেন তবে আজ মানুষ অধিক নিষ্ঠুর।
নাহি হত ভাগাভাগি হিন্দু মুসলমান,
সূচনায় হয়ে যেত অসুরের অবসান।
ধীক্কারি যুম্বাসুর বালা জারজ জনম্,
জন্তু-দানব আলিঙ্গনের বংশ অধম।
কর মাগো আজ তুমি ওদের নিধন,
নইলে অনলে দহন হইবে ত্রিভূবণ।
কন্ধরে ধোতি-প্রান্ত করি করজোড়,
অস্ত্রাঘাতে কর মাগো অসুর নশ্বর্।
আরাধনায় হয়ে যদি অণুমাত্র চ্যুতি,
ক্ষমা করে দাও মাগো সেবাতে ত্রুটি।
No comments:
Post a Comment