অস্ফুট কবিতা
আব্দুল মান্নান মল্লিক
কবিতার প্রচলন যুগযুগান্তরে
কবিতা ছিল তখন ছন্দাকারে
মৃত্তিকা গভীরে পেয়েছিনু হাতে
প্রাচীনের লিপি মলিনে চিত্রিতে
পুরাণের কাব্যকথা মনে হয় বটে
খোদাই এ চিত্রলিপি ছিল নিভৃতে
বুঝিবারে সঙ্কট হইয়া অসহায়
আবরিত মলীনে ছিল নিষ্প্রভায়
পড়েছিনু প্রযত্নে কিছু হ্রস্বকায়
চিত্রলিপি ছিলো পাথরে খোদাই
হইতো গণেশ হবে ভেবেছি মনে
কার্ত্তিকের চিত্র যেন অন্য কোণে
মলিনের বিভেদে অস্পষ্টে লিপি
খোদাই-এ আবদ্ধ নাম দূর্গা দেবি
মহাশক্তির অধিকারী যুগল কেশরী
কেশরী আরোহী পৃষ্ঠে বাহক শ্রীহরি
অস্পষ্টে ছিল নাম কবি কোনজন
শতপ্রণাম করি তবু কবি গুরুজন
আব্দুল মান্নান মল্লিক
কবিতার প্রচলন যুগযুগান্তরে
কবিতা ছিল তখন ছন্দাকারে
মৃত্তিকা গভীরে পেয়েছিনু হাতে
প্রাচীনের লিপি মলিনে চিত্রিতে
পুরাণের কাব্যকথা মনে হয় বটে
খোদাই এ চিত্রলিপি ছিল নিভৃতে
বুঝিবারে সঙ্কট হইয়া অসহায়
আবরিত মলীনে ছিল নিষ্প্রভায়
পড়েছিনু প্রযত্নে কিছু হ্রস্বকায়
চিত্রলিপি ছিলো পাথরে খোদাই
হইতো গণেশ হবে ভেবেছি মনে
কার্ত্তিকের চিত্র যেন অন্য কোণে
মলিনের বিভেদে অস্পষ্টে লিপি
খোদাই-এ আবদ্ধ নাম দূর্গা দেবি
মহাশক্তির অধিকারী যুগল কেশরী
কেশরী আরোহী পৃষ্ঠে বাহক শ্রীহরি
অস্পষ্টে ছিল নাম কবি কোনজন
শতপ্রণাম করি তবু কবি গুরুজন
No comments:
Post a Comment