রসের সাগর জ্যৈষ্ঠ
আব্দুল মান্নান মল্লিক
রসে ভরা জ্যৈষ্ঠ মাসে আকাশ বাতাস মাতাল,
আম আনারস পাকলো লিচু অবশেষে কাঁঠাল।
রংবেরঙের পাখিরা গাছের মিষ্টি ফল খেয়ে ,
নৃত্য করে শাখায় শাখায় মিষ্টি গান গেয়ে।
পাকা ফলের গন্ধে ভ্রমর গুনগুন গেয়ে উড়ে,
গাছে গাছে পাখির কল্লোল সারা বাংলা জুড়ে।
বদের আঁটি কাঠবিড়ালি বেহায়াপনা লেজুড়ে,
ভোজন হেলায় নষ্টের গোড়া ফলে ক্ষত করে।
ঝরে পড়ে পাকা খাজুর মাটিই গাছের গোঁড়ে,
পাড়ার মাছি জুটলো এসে ভন-ভনিয়ে উড়ে।
কখনো বা পাকা কাঁঠাল গাছের থেকে পড়ে,
ফলের ঝুড়ি আমীর গরীব সবার ঘরে ঘরে।
হীমসাগর আর রানীভোগ মিষ্ট আম ল্যাংড়া,
ইচ্ছা করলে টকের স্বাদ খেও গাছের আমড়া।
বলবো কত আমের কথা যায়না এতো বলা,
খাজুর জাম বাঙ্গি পাকে আরও পাকে কলা।
কামরাঙা আর সফেদা গাব রসে ভরা স্বাসে,
চাইলে খেতে তাও পাবে জৈষ্ঠ মাসের শেষে।
No comments:
Post a Comment