উপকারের প্রতিদান
আব্দুল মান্নান মল্লিক
নির্বাক দাঁড়িয়ে আমি তোমাদের স্বার্থে,
কাটে মোর দিবারাত্রি মাঠের পাশ পথে।
প্রাণ বাঁচাতে শত প্রানীর যুগিয়েছি অন্ন,
স্রস্টার প্রগাঢ় সৃজন তাইতো আমি ধন্য।
মায়ের আঁচল সমান মায়া মমতা দিয়ে,
ছায়াতলে রাখি সবার আমি ছাতা হয়ে।
ছায়া ঘেরা উঠান মোর ছায়া দিয়ে সবার,
তবু মোরে করে আঘাত চালিয়ে কুঠার।
নীরব থাকি ক্ষত সহি করিনা প্রতিবাদ,
শুনিতে পাওনা তাই হৃদয়ের আর্তনাদ।
করে কেউ খাদ্য পশুর ছিঁড়ে পালি পাতা,
ঘাতে ঘাতে হয়ে যায় অবসন্ন জোড়তা।
কেউ করে খড়ম পায়ের গৃহসজ্জা খাট,
কেউ মোরে জ্বালাই আগুন করে চৌপাট।
শান্ত হয় ক্লান্ত পথিক ছায়াতলে আমার,
করেনা কেউ কদর মোর সহি অত্যাচার।
গুণাগুণ গাইবে সেদিন কেউ যাবে ভুলে
অনলে দহন নয়ত ভাসবো নৌকা জলে।
রেখে গেলাম প্রশ্ন মোর তোমাদের কাছে,
দিয়ে গেলাম সবটুকু কতটুকু আর আছে?
আব্দুল মান্নান মল্লিক
নির্বাক দাঁড়িয়ে আমি তোমাদের স্বার্থে,
কাটে মোর দিবারাত্রি মাঠের পাশ পথে।
প্রাণ বাঁচাতে শত প্রানীর যুগিয়েছি অন্ন,
স্রস্টার প্রগাঢ় সৃজন তাইতো আমি ধন্য।
মায়ের আঁচল সমান মায়া মমতা দিয়ে,
ছায়াতলে রাখি সবার আমি ছাতা হয়ে।
ছায়া ঘেরা উঠান মোর ছায়া দিয়ে সবার,
তবু মোরে করে আঘাত চালিয়ে কুঠার।
নীরব থাকি ক্ষত সহি করিনা প্রতিবাদ,
শুনিতে পাওনা তাই হৃদয়ের আর্তনাদ।
করে কেউ খাদ্য পশুর ছিঁড়ে পালি পাতা,
ঘাতে ঘাতে হয়ে যায় অবসন্ন জোড়তা।
কেউ করে খড়ম পায়ের গৃহসজ্জা খাট,
কেউ মোরে জ্বালাই আগুন করে চৌপাট।
শান্ত হয় ক্লান্ত পথিক ছায়াতলে আমার,
করেনা কেউ কদর মোর সহি অত্যাচার।
গুণাগুণ গাইবে সেদিন কেউ যাবে ভুলে
অনলে দহন নয়ত ভাসবো নৌকা জলে।
রেখে গেলাম প্রশ্ন মোর তোমাদের কাছে,
দিয়ে গেলাম সবটুকু কতটুকু আর আছে?
No comments:
Post a Comment