দুমনা
আব্দুল মান্নান মল্লিক
কারবা বাড়ির বউগো তুমি
নামছ হেলে দুলে,
মাছ ধরতে ছিপ ফেলেছি
ঢেউ দিওনা জলে।
সরিয়ে দিয়ে শাড়ির আঁচল
উঠাও বদন খানি,
মোড়ল বাড়ির বউ নাকিগো
কেমন করে জানি?
আলতা আলতা পা দুখানি
জলে সাঁতার দিয়ে,
মাছ ধরতে বিফল হলাম
তোমার দিকে চেয়ে।
ছিপের সুতো টানছে মাছে
দৃষ্টি তোমার দিকে,
মাঝ নদীতে ছিপটা ভাসে
জ্ঞান নাই সেদিকে।
সর্ষে ফুলের শাড়ির আঁচল
রোদের ঝিকিমিকি,
মনটা আমার হলো পাগল
কেমনে বদন দেখি।
আব্দুল মান্নান মল্লিক
কারবা বাড়ির বউগো তুমি
নামছ হেলে দুলে,
মাছ ধরতে ছিপ ফেলেছি
ঢেউ দিওনা জলে।
সরিয়ে দিয়ে শাড়ির আঁচল
উঠাও বদন খানি,
মোড়ল বাড়ির বউ নাকিগো
কেমন করে জানি?
আলতা আলতা পা দুখানি
জলে সাঁতার দিয়ে,
মাছ ধরতে বিফল হলাম
তোমার দিকে চেয়ে।
ছিপের সুতো টানছে মাছে
দৃষ্টি তোমার দিকে,
মাঝ নদীতে ছিপটা ভাসে
জ্ঞান নাই সেদিকে।
সর্ষে ফুলের শাড়ির আঁচল
রোদের ঝিকিমিকি,
মনটা আমার হলো পাগল
No comments:
Post a Comment