Wednesday, 11 May 2016

দুষ্টু ভোমরা

দুষ্টু ভোমরা (b.k)

আব্দুল মান্নান মল্লিক

ওরে দুষ্টু কেলো ভোমরা,
ঢুকিসনা পুষ্পবাগে।
কলঙ্ক দাগ মুছবেনা আর,
যদি একবার লাগে।
বাগান ভরা ফুলগুলো সব,
করে হাসাহাসি।
ওরে দুষ্টু সুযোগ খুজিস,
কেমন করে আসি।
রঙিন রঙিন পুষ্প কুসুম,
ছুলে কেলো রঙে।
মলিন হবে ফুলের বাগান,
পাপড়ি যাবে ভেঙে।
ফুলের উপর ঘোরাঘুরি,
বসিস যদি ফুলে।
ধরতে যদি পারি একবার,
মারব আছাড় তুলে।
করিসনা আর উড়োউড়ি,
বাগানের আশপাশ।
এমন করে মারব তোরে,
করব মরণলাশ।
দুষ্টুমি আর জহর জ্বলন,
রঙের কত বাহার -
ছেঁচন দিয়ে করবো শোধন,
আঁধার পরিষ্কার।
ধারের কাছে দেখি যখন,
পিত্ত যায় জ্বলে।
নলশুঁড়োটা মুচড়ে দিবো,
ডুববি লোনাজলে।

No comments:

Post a Comment