বাধন হারা
আব্দুল মান্নান মল্লিক
কখনো নিজে মন উদাসী,
কখনো ভাবি পাগল আমি।
কখনো ভাসি ওই আকাশে,
ডানা মেলেছি চাঁদের দেশে।
সবুজ গাছের মাথায় মাথায়,
বৈশাখ মাসে মেঘের ছায়ায়।
পড়বো না আর খাঁচায় ধরা,
আজকে আমি বাধন হারা।
থাকবো না আর অন্ধ ঘরে,
যেথায় সেথায় বেড়ায় ঘুরে।
ওই দেখা যায় জগত পারে,
সেথায় যাবো নিজের ঘরে।
বানিয়ে রাস্তা সুড়ঙ্গ তলে,
নইলে যাবো ভেসে জলে।
শুকিয়ে পাতা যখন ঝরে,
গাছের ক্ষমতা রাখবে ধরে?
আব্দুল মান্নান মল্লিক
কখনো নিজে মন উদাসী,
কখনো ভাবি পাগল আমি।
কখনো ভাসি ওই আকাশে,
ডানা মেলেছি চাঁদের দেশে।
সবুজ গাছের মাথায় মাথায়,
বৈশাখ মাসে মেঘের ছায়ায়।
পড়বো না আর খাঁচায় ধরা,
আজকে আমি বাধন হারা।
থাকবো না আর অন্ধ ঘরে,
যেথায় সেথায় বেড়ায় ঘুরে।
ওই দেখা যায় জগত পারে,
সেথায় যাবো নিজের ঘরে।
বানিয়ে রাস্তা সুড়ঙ্গ তলে,
নইলে যাবো ভেসে জলে।
শুকিয়ে পাতা যখন ঝরে,
গাছের ক্ষমতা রাখবে ধরে?
No comments:
Post a Comment