Tuesday, 24 May 2016

অসহায়

অসহায়

আব্দুল মান্নান মল্লিক

আমি ঝরে পড়া পুষ্পদল,
ভেসে যায় অসহায় নির্জীব জলস্রোতে।
বাধা পড়ে যায় কখনো
মাথা জাগানো আবর্জনা ঘাসে।
হংসের দাপাদাপিই ঘোলা জল গায়ে মেখে
স্রোতের ঘাতে ঘাতে বাধাবিঘ্ন পেরিয়ে
যেতে চাই আমি এক উদ্দেশ্যের পথে।
স্রোতের টানে ভেসে যায় ইচ্ছার বিপথে।
আশার আলোর পাইনি দেখা বৃন্তযুক্ত গাছে,
তবু কেন আশা মনে ছিন্ন জলস্রোতে?
অস্থিরের জীবন শুধু আশার সন্ধানে,
বৃথাই চক্রাকার জীবনের পথে।
হয়তো বা গতিপথে কোথাও পথে,
পলিতে পড়িবো ঢাকা দাঁড়িয়ে নিস্পন্দে।

No comments:

Post a Comment