জ্যৈষ্ঠকান্তি
আব্দুল মান্নান মল্লিক
জ্যৈষ্ঠ মাসের মিঠাই গন্ধে
উল্লাসিত সবাই।
গল্প কথায় দিন কেটে যায়
ছিন্ন মেঘের ছায়ায়।।
উল্টো সিধা বইছে বাতাস
আকাশ ছেয়ে চাতক।
মাছরাঙাটি পাড়ের গাছে
জলের ধারে বক।।
গরুগুলো মাঠের মাঝে
বাগাল ছায়াতলে।
দড়ি বেধে গাছের ডালে
খেলছে ঝুলে-ঝুলে।।
শাক তুলতে চাষির মেয়ে
ওই যে দূরের মাঠে।
হাঁটু পাটের জমিয় ঢুকে
পাটের মুণ্ডু কাটে।।
ছুমাই দাদু হাঁটছে লাঠিয়
গায়ের জামা কাঁধে।
হয়তো যাবে জামাই বাড়ি
মিঠাই হাঁড়ি বেঁধে।।
কাক কুলায়ে কোকিল ছানা
আদরে বড় করে।
বোকা কাক বুঝলনারে
কষ্টে খেটে মরে।।
বাবুই পাখি বাসা বাঁধে
অতি সুন্দর করে।
বোকা বাবুই বাসা ছেড়ে
ভুগছে বৃষ্টি ঝড়ে।।
আব্দুল মান্নান মল্লিক
জ্যৈষ্ঠ মাসের মিঠাই গন্ধে
উল্লাসিত সবাই।
গল্প কথায় দিন কেটে যায়
ছিন্ন মেঘের ছায়ায়।।
উল্টো সিধা বইছে বাতাস
আকাশ ছেয়ে চাতক।
মাছরাঙাটি পাড়ের গাছে
জলের ধারে বক।।
গরুগুলো মাঠের মাঝে
বাগাল ছায়াতলে।
দড়ি বেধে গাছের ডালে
খেলছে ঝুলে-ঝুলে।।
শাক তুলতে চাষির মেয়ে
ওই যে দূরের মাঠে।
হাঁটু পাটের জমিয় ঢুকে
পাটের মুণ্ডু কাটে।।
ছুমাই দাদু হাঁটছে লাঠিয়
গায়ের জামা কাঁধে।
হয়তো যাবে জামাই বাড়ি
মিঠাই হাঁড়ি বেঁধে।।
কাক কুলায়ে কোকিল ছানা
আদরে বড় করে।
বোকা কাক বুঝলনারে
কষ্টে খেটে মরে।।
বাবুই পাখি বাসা বাঁধে
অতি সুন্দর করে।
বোকা বাবুই বাসা ছেড়ে
ভুগছে বৃষ্টি ঝড়ে।।
No comments:
Post a Comment