Tuesday, 10 May 2016

গায়ক পাখি দোয়েল

গায়ক পাখি দোয়েল (prapti)

আব্দুল মান্নান মল্লিক

গানে গানে ডাকছি তোমায়,
কবি বন্ধু আমার।
রাত বহিয়া ভোরের বেলা,
ঘুমাও কেন আর?
আমায় নিয়ে অনেক কথা,
লিখছো কবিতায়।
তাইতো আমি চোখ মেলেছি,
ডাকি ভোরবেলায়।
বন্ধু যখন কলম খাতায়,
বকুল তলে ছায়ায়।
আমি তখন শাখায় শাখায়,
আনন্দে গান গায়।
আমি নাকি দোয়েল গায়ক,
খাতার পাতা জুড়ে।
তাইতো কাছে আসি বন্ধু,
যখন তখন উড়ে।
শালিক পাখির কিচিরমিচির,
লিখতে কাঁপে হাত।
গায়ক পাখি আমার কথা,
লিখছো দিবস রাত।
লিখবে তুমি গাইবো আমি,
ছন্দে ছন্দে সুরে।
ভরিয়ে দিবো আকাশ বাতাস,
গাঙের ওই পারে।
প্রণাম জানাই কবি বন্ধু,
আর তো কিছু নাই।
তুমি লেখক দোয়েল গায়ক,
তোমার কবিতায়।

No comments:

Post a Comment