Saturday, 28 May 2016

নকশা ঘর

নকশা ঘর

আব্দুল মান্নান মল্লিক

ভাবনা শুধু তোমার কথা
আকাশ চেয়ে থাকি।
ভাসা মেঘে মিলিয়ে আমি
তোমার ছবি আঁকি।।
হয়তো তুমি আসবে কাছে
খোপায় গাঁদা ফুলে।
নইতো তুমি আসবে ছুটে
উড়িয়ে এ্যালো চুলে।।
আলতা পায়ে লাল শাড়িতে
বাজিয়ে নূপুর ধ্বনি।
হঠাৎ কখন আসবে তুমি
চেয়ে প্রহর গুনি।।
বলতে চাওয়া কথা সেদিন
চাপা ছিলো বুকে।
কিছু কথা বলতে হারাও
মিষ্টি হাসির ফাঁকে।।
চেতনে তুমি স্বপ্নে তুমি
হৃদয় মাঝে তুমি।
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি
তাইতো অনুগামী।।

No comments:

Post a Comment