সময়ের মর্যাদা
আব্দুল মান্নান মল্লিক
রাতের ঘুম হারায় চাঁদের আলোয়,
দিনের ভাবনা যত পথের ধুলোয়।
কুরে খায় বক্ষপিঞ্জর দিনে ও রাতে,
আশ্বাস কথা নিয়ে তোমাকে ভাবিতে।
ডানা মেলে উড়ে মন কখনো উদাসী,
অঠাঁয়ে ফাঁকা সব আমি শুন্যে ভাসি।
খালি মোর হৃদাঙ্গন ধরেছি নেত্রপাতে,
রাতদিন কাটে মোর তোমার আশাতে।
জেগে থাকা স্বপ্ন যেন প্রণয় বিফল,
অবসে ভাসে জীবন নির্জীব অবিকল।
এমনি ফুরাবে সময় জমা ছিল যত,
জীবনের প্রথম পদে দিয়েছিলাম শর্ত।
মেঘে ঢাকা সময় যেন আড়ালে লুকায়,
অসময়ে হারায় সময় বড় ভাল একাই।
কাউকে ভাবিনা তাই সময় যায় বয়ে,
রাখিতে পারিনা ধরে বড় মূল্য দিয়ে।
আব্দুল মান্নান মল্লিক
রাতের ঘুম হারায় চাঁদের আলোয়,
দিনের ভাবনা যত পথের ধুলোয়।
কুরে খায় বক্ষপিঞ্জর দিনে ও রাতে,
আশ্বাস কথা নিয়ে তোমাকে ভাবিতে।
ডানা মেলে উড়ে মন কখনো উদাসী,
অঠাঁয়ে ফাঁকা সব আমি শুন্যে ভাসি।
খালি মোর হৃদাঙ্গন ধরেছি নেত্রপাতে,
রাতদিন কাটে মোর তোমার আশাতে।
জেগে থাকা স্বপ্ন যেন প্রণয় বিফল,
অবসে ভাসে জীবন নির্জীব অবিকল।
এমনি ফুরাবে সময় জমা ছিল যত,
জীবনের প্রথম পদে দিয়েছিলাম শর্ত।
মেঘে ঢাকা সময় যেন আড়ালে লুকায়,
অসময়ে হারায় সময় বড় ভাল একাই।
কাউকে ভাবিনা তাই সময় যায় বয়ে,
রাখিতে পারিনা ধরে বড় মূল্য দিয়ে।
No comments:
Post a Comment