Saturday, 21 May 2016

বহুরূপী

বহুরূপী

আব্দুল মান্নান মল্লিক

বেঁচে থাকা অনেকদিন,
মরলেইবা একদিন।
এতোদিনে করেছি কি,
বেঁচে থাকা কি জরুরি।
কিসের আশায় কিসের নেশাই?
খেলে গেলাম সর্বনাশাই।
আমরা সবাই মানবরূপী,
সত্য কথায় বহুরূপী।
বেচাকেনায় ধর্মের কাঁটা,
তবুও ওজন ভারা ছাঁটা।
চক্রে ঘুরি সুযোগ কোথায়?
জাতকূলমান থাক বা যায়।
দিনেরাতে রঙ বদলায়,
সমান ভাসি জোয়ারভাটায়।
নিজের আগুনে নিজে পুড়ি,
মিছরি ছুরিই ঘোরাঘুরি।
লোক দেখানো ভালোবাসায়,
সেলাম পেলাম বাবুমশাই।
কলির কালি গায়ে মাখাই ,
এই নিয়ে কি বাঁচা যায়?
এইতো আমরা মানুষ সবাই,
বল বেঁচে লাভটা কোথায়?
পথ ছেড়ে যায় অলিগলি,
কেমন করে মানুষ বলি?


No comments:

Post a Comment