নব বিকাশ
আব্দুল মান্নান মল্লিক
হৃদয় মাঝে রাখবো তাদের,
দুর্বল যারা মানব অসহায়।
করবো নশ্বর ভয় আতঙ্কের,
তাদের পাশে আমরা সহায়।।
রাহাজানি আর দাগাবাজ,
কষ্টি শিলাই করবো যাচাই।
বিকাশ হবে নতুন সমাজ,
দেখবো সেদিন খুশি সবাই।।
শ্রেষ্ঠ জীবের করবো প্রমাণ,
মানুষ সবাই করবো প্রচার।
জাত বিচারে মানুষ সমান,
দূর করবো বিরোধ অনাচার।।
নির্ভীক সবে পেরিয়ে আঁধার,
জ্বালিয়ে দিবো দীপ্তি নিশান।
করবো মানব জাতির সংস্কার,
গোঁড়ামি পথের হবে অবসান।।
ভেদাভেদ ছেড়ে সঙ্ঘবদ্ধ,
উদ্ভব করবো নতুন প্রচার।
থাকবেনা কোনো গোষ্ঠীদ্বন্দ্ব,
রবেনা ভেদ জাতির বিচার।।
দেখবো জগত নতুন করে,
খুঁজবো এবার আলোর উৎস।
আঁধার পথের প্রদীপ ধরে,
দেখবো কোথায় গুপ্ত রহস্য।।
ছেলে বুড়ো দেশের জোয়ান,
করবো মিলে বিভেদ মোচন।
হিন্দু মুসলমান জৈন খৃষ্টান,
করবো প্রচার নতুন সূচন।।
আব্দুল মান্নান মল্লিক
হৃদয় মাঝে রাখবো তাদের,
দুর্বল যারা মানব অসহায়।
করবো নশ্বর ভয় আতঙ্কের,
তাদের পাশে আমরা সহায়।।
রাহাজানি আর দাগাবাজ,
কষ্টি শিলাই করবো যাচাই।
বিকাশ হবে নতুন সমাজ,
দেখবো সেদিন খুশি সবাই।।
শ্রেষ্ঠ জীবের করবো প্রমাণ,
মানুষ সবাই করবো প্রচার।
জাত বিচারে মানুষ সমান,
দূর করবো বিরোধ অনাচার।।
নির্ভীক সবে পেরিয়ে আঁধার,
জ্বালিয়ে দিবো দীপ্তি নিশান।
করবো মানব জাতির সংস্কার,
গোঁড়ামি পথের হবে অবসান।।
ভেদাভেদ ছেড়ে সঙ্ঘবদ্ধ,
উদ্ভব করবো নতুন প্রচার।
থাকবেনা কোনো গোষ্ঠীদ্বন্দ্ব,
রবেনা ভেদ জাতির বিচার।।
দেখবো জগত নতুন করে,
খুঁজবো এবার আলোর উৎস।
আঁধার পথের প্রদীপ ধরে,
দেখবো কোথায় গুপ্ত রহস্য।।
ছেলে বুড়ো দেশের জোয়ান,
করবো মিলে বিভেদ মোচন।
হিন্দু মুসলমান জৈন খৃষ্টান,
করবো প্রচার নতুন সূচন।।
No comments:
Post a Comment