শৈশবের ভাবনা
আব্দুল মান্নান মল্লিক
আকাশ তুমি অনেক দূরে
যেতে বড় ইচ্ছা করে।
ভাবছি বসে তোমার কথা
কোন পথে যায় উড়ে।।
দেখবো কেমন তারার ঝাঁক
জোছনা ছড়ানো চাঁদ।
হাসবো গাইবো খেলবো সাথে
কাটিয়ে দিবো রাত।।
হারিয়ে যাওয়া খেলার সাথি
তোমার কাছে নাকি।
মা বলেছে এই কথাটি
তাইতো চেয়ে থাকি।।
বলে দাওনা আকাশ তুমি
পাই যদি তার দেখা।
তোমার কাছে উড়ে যাবো
মেঘের পথে একা।।
ফেলে যাওয়া খেলনা যতো
গুছিয়ে নিবো সাথে।
সাথির কাছে যেতে আমার
ভয় করেনা রাতে।।
আব্দুল মান্নান মল্লিক
আকাশ তুমি অনেক দূরে
যেতে বড় ইচ্ছা করে।
ভাবছি বসে তোমার কথা
কোন পথে যায় উড়ে।।
দেখবো কেমন তারার ঝাঁক
জোছনা ছড়ানো চাঁদ।
হাসবো গাইবো খেলবো সাথে
কাটিয়ে দিবো রাত।।
হারিয়ে যাওয়া খেলার সাথি
তোমার কাছে নাকি।
মা বলেছে এই কথাটি
তাইতো চেয়ে থাকি।।
বলে দাওনা আকাশ তুমি
পাই যদি তার দেখা।
তোমার কাছে উড়ে যাবো
মেঘের পথে একা।।
ফেলে যাওয়া খেলনা যতো
গুছিয়ে নিবো সাথে।
সাথির কাছে যেতে আমার
ভয় করেনা রাতে।।
No comments:
Post a Comment