Thursday, 26 May 2016

মেঘের কুরুধ্বনি

মেঘের কুরুধ্বনি

আব্দুল মান্নান মল্লিক

মেঘ করেছে পূব আকাশে
কালো অন্ধকার।
কলি খেলায় বেজে ওঠে
নভ ঝঙ্কার।।

কিছু কালো কিছু আলো
মতের নাই ঠিক।
প্রাতকালের আকাশ বুঝি
পাইনা খুজে দিক।।

তর্জনগর্জন কেবলই সার
বৃথাই আস্ফালন।
কুরুধ্বনি আর আতশবাজি
জলেতে অকুলন।।

তোমার দিকে চেয়ে ধরণি
হবে বুঝি শীতল।
অবশেষে শুকনো পাতাই
পারনি দিতে জল।।


No comments:

Post a Comment