জেনেশুনে ভালোবাসো
আব্দুল মান্নান মল্লিক
হাতে হাত রেখেছিলে।
দিয়েছিলে বচন
তোমার আমার ভালোবাসা
রবে চিরন্তন।।
মনে পড়ে তোমাকে আজ
বৃক্ষ ছায়াতলে।
বসেছিলাম পাতিয়া তোমার
শাড়ির আঁচলে।।
হরিয়াল হরিয়ালী নামে
সবুজপত্র শাখে।
বন্ধ করে গীত সংগীত
আমাদের দেখে।।
দুটি পাখি হেসেছিল
বলেছিল কথা।
আমরা যেন করেছি নষ্ট
ওদের স্বাধীনতা।।
প্রেমিক প্রেমিকা ওরা
ছিল মাথার উপর।
অসহনে দেখে মোদের
অস্থিরতায় কাতর।।
নাগর নাগরী যেমন
ওরা দুইজন।
ফিসফিস বুলি তাদের
মধুর বচন।।
প্রেম কদর রসাস্বাদন
বুঝে পক্ষধর।
নরনারী প্রেমে পাগল
বন্ধ দিয়ে দোর।।
প্রেমের কথা বলে মানুষ
অভিনয়ের ছল।
তাইতো তুমি অপর ঘরে
মুখে মিথ্যা বল।।
আব্দুল মান্নান মল্লিক
হাতে হাত রেখেছিলে।
দিয়েছিলে বচন
তোমার আমার ভালোবাসা
রবে চিরন্তন।।
মনে পড়ে তোমাকে আজ
বৃক্ষ ছায়াতলে।
বসেছিলাম পাতিয়া তোমার
শাড়ির আঁচলে।।
হরিয়াল হরিয়ালী নামে
সবুজপত্র শাখে।
বন্ধ করে গীত সংগীত
আমাদের দেখে।।
দুটি পাখি হেসেছিল
বলেছিল কথা।
আমরা যেন করেছি নষ্ট
ওদের স্বাধীনতা।।
প্রেমিক প্রেমিকা ওরা
ছিল মাথার উপর।
অসহনে দেখে মোদের
অস্থিরতায় কাতর।।
নাগর নাগরী যেমন
ওরা দুইজন।
ফিসফিস বুলি তাদের
মধুর বচন।।
প্রেম কদর রসাস্বাদন
বুঝে পক্ষধর।
নরনারী প্রেমে পাগল
বন্ধ দিয়ে দোর।।
প্রেমের কথা বলে মানুষ
অভিনয়ের ছল।
তাইতো তুমি অপর ঘরে
মুখে মিথ্যা বল।।
No comments:
Post a Comment