স্বপ্নের সাক্ষাতে
আব্দুল মান্নান মল্লিক
অঘোর স্বপ্নঘোরে আমি নদীর বাকেঁ,
ঢালুপাড়ে কাশবনে শিয়ালেরা ডাকে।
শিয়ালের ডাক আর নদীর কলধ্বনি,
গা ছমছম করে কেমন নিভৃত রজনী।
ভেসে আসে কানে ঐ নিক্কনের ধ্বনি,
চেনা ধ্বনি সেদিনের আজ পুনর শুনি।
কুহেলিকা চন্দ্রপ্রভায় অস্পষ্টে দেখি,
আবছায় দাঁড়িয়ে এক ছায়া মুখোমুখি।
আকস্মাৎ চমকে দেখি হারানো বনিতা,
অশ্রুজলে চেয়ে দেখে আমার ক্লেশতা।
কণ্ঠস্বর হারিয়ে আমি স্তম্ভিত নিরন্তর,
চার নয়ন এক পথ তবু বাধা চিরতর।
ভাবনার অতীত তবু দেখিয়া সম্মুখে,
চেয়েছিনু বলিবারে আসেনি কথা মুখে।
নির্মমে ডানা মেলে মিলিয়ে আকাশে,
হঠাৎ আঁতকে জাগি বনিতা নাই পাশে।
হয়েছিল কিঞ্চিৎ দেখা তবু হয়নি কথা,
আজও আমি বয়ে চলি বুকভরা ব্যথা।
দুজনের আঁখিজল একটা মোহনায়,
তবু মোরা দুইজনে বিভেদ জায়গায়।
নিয়তির খেলাঘর সীমাহীন জীবন,
অকালেই ভেঙে পড়ে যখন তখন।
আব্দুল মান্নান মল্লিক
অঘোর স্বপ্নঘোরে আমি নদীর বাকেঁ,
ঢালুপাড়ে কাশবনে শিয়ালেরা ডাকে।
শিয়ালের ডাক আর নদীর কলধ্বনি,
গা ছমছম করে কেমন নিভৃত রজনী।
ভেসে আসে কানে ঐ নিক্কনের ধ্বনি,
চেনা ধ্বনি সেদিনের আজ পুনর শুনি।
কুহেলিকা চন্দ্রপ্রভায় অস্পষ্টে দেখি,
আবছায় দাঁড়িয়ে এক ছায়া মুখোমুখি।
আকস্মাৎ চমকে দেখি হারানো বনিতা,
অশ্রুজলে চেয়ে দেখে আমার ক্লেশতা।
কণ্ঠস্বর হারিয়ে আমি স্তম্ভিত নিরন্তর,
চার নয়ন এক পথ তবু বাধা চিরতর।
ভাবনার অতীত তবু দেখিয়া সম্মুখে,
চেয়েছিনু বলিবারে আসেনি কথা মুখে।
নির্মমে ডানা মেলে মিলিয়ে আকাশে,
হঠাৎ আঁতকে জাগি বনিতা নাই পাশে।
হয়েছিল কিঞ্চিৎ দেখা তবু হয়নি কথা,
আজও আমি বয়ে চলি বুকভরা ব্যথা।
দুজনের আঁখিজল একটা মোহনায়,
তবু মোরা দুইজনে বিভেদ জায়গায়।
নিয়তির খেলাঘর সীমাহীন জীবন,
অকালেই ভেঙে পড়ে যখন তখন।
No comments:
Post a Comment