বাতাসের বার্তা
আব্দুল মান্নান মল্লিক
আকাশ তলে শোক আলেয়া,
ধুলির কণায় উড়ছে ধোঁয়া।
ধুলির ভুবন ধূসর রঙে,
শরম ছাওয়া সারা অঙ্গে।
শুকনো পাতার নূপুরধ্বনি,
ঐ বাজছে রিনিঝিনি।
ধূসর ধুলোয় দিচ্ছে ইঙ্গিত,
গাইছে ভ্রমর শোক সঙ্গীত।
নব বার্তায় ঐ যে বাতাস,
মিলবে বুঝি শুভ আশ্বাস।
বাতাস বলে শুনছো নাকি?
বসন্তের ঐ উঁকিঝুঁকি।
কান পেতে শুনো ঐ
পাখিদের হৈ-চৈ।
শাখে শাখে গুটি গুটি,
বিহগেরা দুটি দুটি।
সুর তুলেছে গানে গানে,
প্রেমালাপ আর আলিঙ্গনে।
বলছে কথা বাতাস আরো,
রবেনা দুঃখ এবার কারো।
দেখো কত ঝুলে আছে,
পুষ্পকুঁড়ি গাছে গাছে।
করবে বরণ সেই অপেক্ষায়,
পুষ্পকুঁড়ি শাখায় শাখায়।
নব পল্লব আসবে ফিরে,
বৃক্ষশাখা সবুজ করে।
সবুজ রঙে সাজবে শাখা,
বসবে পাখি মেলবে পাখা।
গাইবে ভ্রমর গুনগুনিয়ে,
উড়বে ফুলের মধু খেয়ে।
আকাশতলে নাচানাচি,
ঐ দেখা যায় কাছাকাছি।
ভুবন কোলে জ্বলবে আলো,
ঘুচবে ধরার আধার কালো।
যাচ্ছে বয়ে সময় যত,
আসছে এবার ঐ বসন্ত।
আব্দুল মান্নান মল্লিক
আকাশ তলে শোক আলেয়া,
ধুলির কণায় উড়ছে ধোঁয়া।
ধুলির ভুবন ধূসর রঙে,
শরম ছাওয়া সারা অঙ্গে।
শুকনো পাতার নূপুরধ্বনি,
ঐ বাজছে রিনিঝিনি।
ধূসর ধুলোয় দিচ্ছে ইঙ্গিত,
গাইছে ভ্রমর শোক সঙ্গীত।
নব বার্তায় ঐ যে বাতাস,
মিলবে বুঝি শুভ আশ্বাস।
বাতাস বলে শুনছো নাকি?
বসন্তের ঐ উঁকিঝুঁকি।
কান পেতে শুনো ঐ
পাখিদের হৈ-চৈ।
শাখে শাখে গুটি গুটি,
বিহগেরা দুটি দুটি।
সুর তুলেছে গানে গানে,
প্রেমালাপ আর আলিঙ্গনে।
বলছে কথা বাতাস আরো,
রবেনা দুঃখ এবার কারো।
দেখো কত ঝুলে আছে,
পুষ্পকুঁড়ি গাছে গাছে।
করবে বরণ সেই অপেক্ষায়,
পুষ্পকুঁড়ি শাখায় শাখায়।
নব পল্লব আসবে ফিরে,
বৃক্ষশাখা সবুজ করে।
সবুজ রঙে সাজবে শাখা,
বসবে পাখি মেলবে পাখা।
গাইবে ভ্রমর গুনগুনিয়ে,
উড়বে ফুলের মধু খেয়ে।
আকাশতলে নাচানাচি,
ঐ দেখা যায় কাছাকাছি।
ভুবন কোলে জ্বলবে আলো,
ঘুচবে ধরার আধার কালো।
যাচ্ছে বয়ে সময় যত,
আসছে এবার ঐ বসন্ত।
No comments:
Post a Comment