অবদান
আব্দুল মান্নান মল্লিক
চাষি ছুতোর কামার বন্ধু
নাপিত কাটে লোম,
সবার চেয়ে কাছের বন্ধু
মুচি মেথর ডোম।
তাইতো সবাই চলছি যেন
বড়লাটের বেটা,
গৌরব করি তাদের নিয়ে
গর্বিত এই দেশটা।
নোংরা সেজে থাকতো সবাই
না থাকতো এরা,
তাকিয়ে দেখতাম জগৎটারে
আবর্জনায় ঘেরা।
যাদের নিয়ে গৌরব মোদের
দিইনি কিছু তাদের,
জ্ঞান বিকাশে বিজ্ঞান উদ্ভব
হয়নি ছাড়া তাদের।
কারিগর ঘুমায় গাছতলাতে
দিয়ে মোদের ছাদ,
মেটে তেলে জ্বালিয়ে বাতি
কাটায় সারা রাত।
আকাশ পথে ঘুরছে মানুষ
কখনো চাঁদের দেশ,
তাদের ভাবনা মাথায় রেখে
আজকের পরিবেশ।
দিয়েছে তারা অনেককিছু
করেছে স্বীকার মরন,
তাদের অবদান হৃদয় মাঝে,
রাখবো সারা জীবন।
আব্দুল মান্নান মল্লিক
চাষি ছুতোর কামার বন্ধু
নাপিত কাটে লোম,
সবার চেয়ে কাছের বন্ধু
মুচি মেথর ডোম।
তাইতো সবাই চলছি যেন
বড়লাটের বেটা,
গৌরব করি তাদের নিয়ে
গর্বিত এই দেশটা।
নোংরা সেজে থাকতো সবাই
না থাকতো এরা,
তাকিয়ে দেখতাম জগৎটারে
আবর্জনায় ঘেরা।
যাদের নিয়ে গৌরব মোদের
দিইনি কিছু তাদের,
জ্ঞান বিকাশে বিজ্ঞান উদ্ভব
হয়নি ছাড়া তাদের।
কারিগর ঘুমায় গাছতলাতে
দিয়ে মোদের ছাদ,
মেটে তেলে জ্বালিয়ে বাতি
কাটায় সারা রাত।
আকাশ পথে ঘুরছে মানুষ
কখনো চাঁদের দেশ,
তাদের ভাবনা মাথায় রেখে
আজকের পরিবেশ।
দিয়েছে তারা অনেককিছু
করেছে স্বীকার মরন,
তাদের অবদান হৃদয় মাঝে,
রাখবো সারা জীবন।
No comments:
Post a Comment