পথপ্রান্তে
আব্দুল মান্নান মল্লিক
হৃদয়ে লুকানো যত ছিল কাব্যগাথা,
ব্যক্ত করি কিছু তার মনের ব্যাকুলতা।
ভূতলে শুয়ে কে ঐ, কে ঐ অগ্নিদাহি?
ভেসে যায় জলস্রোতে কে ঐ সন্ধানি!
এসেছিল ওরা সবে এক পথের পথিক,
তবে কেন ভিন্ন পথ যেতে একাধিক।
মরাখেকো কুকুরেরা ভুখে টেনে তুলে,
অবশিষ্ট পড়ে অস্থি স্রোত নদীর কূলে।
শিয়ালেরা বল খেলে রাতের অন্ধকারে,
ছুঁচো ইঁদুর বাসা বাঁধে মস্তক কোটরে।
সমন্বয়ের ভক্ত সেদিন আজ শুন্য হাতে,
খেলাঘর ভেঙে যায় পথের শেষপ্রান্তে।
বজ্র মুষ্টিয় ছিল জ্ঞাতি মমতা জড়িয়ে,
সরে যায় জ্ঞাতি জন বাঁধন মুক্ত হয়ে।
বিফল হল ভাবনা যত পথের অবশেষে,
ফুরিয়ে গেল সময় যত এই শুভ্রকেশে।
No comments:
Post a Comment