মায়ের স্মৃতি
আব্দুল মান্নান মল্লিক
ডেকেছিলাম কতবার,
চিৎকারেও দাওনি সাড়া।
আর্তনাদে কেঁদেছিলাম,
বক্ষ বহিয়া অশ্রুধারা!
আমার কান্নায় মাগো,
কেঁদেছিল গোটা পাড়া।
পাথর গলেছে কান্নায়
মাগো তুমি ছাড়া!
তোমাকে ভাবিতে ভাবিতে
ঘুম আসেনা রাতে বিছানায়।
ভিড় করে চারিপাশে,
স্মৃতিগুলো বড় অসহায়।
কত আদর করেছিলে
জড়িয়ে বক্ষে তুলে।
তবু কেন দূরে আজ,
আমারে গেছো ভুলে!
কখনো রাখনি মাটিতে মাগো,
পিপিলিকাতে ছিল ভয়।
মাথায় রাখিলে রোদ্রতাপ,
রেখেছিলে হাতের মুঠোয়।
আমি ভালো জানি মাগো,
চিনি ভালো তোমারে।
হয়তো পারনি আসিতে,
নিয়তির বাঁধন ছিন্ন করে।
তাকিয়ে দেখি রাতের আকাশ,
দেখা দিবে বিশ্বাসে।
কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ি,
ক্লান্তির অবশেষে।
কত সুখে আছ বুঝি,
অজানা কোনো দেশে।
একটুখানি রেখো জায়গা,
মাগো তোমার পাশে!
আব্দুল মান্নান মল্লিক
ডেকেছিলাম কতবার,
চিৎকারেও দাওনি সাড়া।
আর্তনাদে কেঁদেছিলাম,
বক্ষ বহিয়া অশ্রুধারা!
আমার কান্নায় মাগো,
কেঁদেছিল গোটা পাড়া।
পাথর গলেছে কান্নায়
মাগো তুমি ছাড়া!
তোমাকে ভাবিতে ভাবিতে
ঘুম আসেনা রাতে বিছানায়।
ভিড় করে চারিপাশে,
স্মৃতিগুলো বড় অসহায়।
কত আদর করেছিলে
জড়িয়ে বক্ষে তুলে।
তবু কেন দূরে আজ,
আমারে গেছো ভুলে!
কখনো রাখনি মাটিতে মাগো,
পিপিলিকাতে ছিল ভয়।
মাথায় রাখিলে রোদ্রতাপ,
রেখেছিলে হাতের মুঠোয়।
আমি ভালো জানি মাগো,
চিনি ভালো তোমারে।
হয়তো পারনি আসিতে,
নিয়তির বাঁধন ছিন্ন করে।
তাকিয়ে দেখি রাতের আকাশ,
দেখা দিবে বিশ্বাসে।
কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ি,
ক্লান্তির অবশেষে।
কত সুখে আছ বুঝি,
অজানা কোনো দেশে।
একটুখানি রেখো জায়গা,
মাগো তোমার পাশে!
No comments:
Post a Comment