Saturday, 30 January 2016

খুশির দিন

খুশির দিন

আব্দুল মান্নান মল্লিক

চলনা একবার দেখে আসি,
চাঁদের গায়ে তারার হাসি।
আকাশ সেতো অনেক দূরে,
দীপ্তি জ্যোতি মায়ের ঘরে।
শোভন বদন নূরের আলোয়,
নতুন জাতক শিশুর উদয়।
এসেছে জগৎ আলো করে,
পয়দা নিয়ে দুখিনীর ঘরে।
মায়ের আঁচল শোভা পেলো,
হার মেনেছে চাঁদের আলো।
দেখতে আসে দফাই দফাই,
জ্ঞান বিজ্ঞানী তান্ত্রিক সবাই।
সারিতে পশু সারিতে পাখি,
দেখতে সবাই মারছে উঁকি।

No comments:

Post a Comment