রাতের কুহেলিকা
আব্দুল মান্নান মল্লিক
আড্ডার আসর ভাঙলো সবে
রাত বারোটার পরে,
কুহেলিকায় ভিড় করেছে
চারিপাশ ঘিরে।
বড় বড় দালান হারায়
ভাবছি রাস্তা ফাঁকা।
এদিক ওদিক যেদিক তাকাই
যায়না কিছু দেখা।
স্তম্ভবাতি মিটিমিটি
জ্বলছে সারারাতি।
ছাদে বুঝি জ্বলছে কারও
জোনাকি বিদ্যুৎ বাতি।
কেঁচর কেঁচর পেঁচক ডাকে
লুকিয়ে গাছের ডালে।
বন্দিশালার কয়েদি আমি
কুহেলিকার জালে।
কালো কালো ঝুপি ঝুপি
দাঁড়িয়ে বুঝি গাছ।
চেনা রাস্তা যাযনা চেনা
রাস্তায় কাটে রাত।
আব্দুল মান্নান মল্লিক
আড্ডার আসর ভাঙলো সবে
রাত বারোটার পরে,
কুহেলিকায় ভিড় করেছে
চারিপাশ ঘিরে।
বড় বড় দালান হারায়
ভাবছি রাস্তা ফাঁকা।
এদিক ওদিক যেদিক তাকাই
যায়না কিছু দেখা।
স্তম্ভবাতি মিটিমিটি
জ্বলছে সারারাতি।
ছাদে বুঝি জ্বলছে কারও
জোনাকি বিদ্যুৎ বাতি।
কেঁচর কেঁচর পেঁচক ডাকে
লুকিয়ে গাছের ডালে।
বন্দিশালার কয়েদি আমি
কুহেলিকার জালে।
কালো কালো ঝুপি ঝুপি
দাঁড়িয়ে বুঝি গাছ।
চেনা রাস্তা যাযনা চেনা
রাস্তায় কাটে রাত।
No comments:
Post a Comment