Friday, 15 January 2016

স্বেচ্ছাচারী

স্বেচ্ছাচারী

আব্দুল মান্নান মল্লিক

তুমি সেই পথেরই পথিক,
যে পথের পথচারী পথিক সঙ্গীহীন। 
তুমি সেই প্রেমিকার প্রেমিক,
যে প্রেমে প্রেমিকা কাঁদে চিরদিন।।
ভালোবেসে ধরা দাও হৃদয় প্রাঙ্গণে,
তবে কেন বাঁধো বাসা নদীর ভাঙনে।
তুমি সেই আকাশের পাখী,
যে আকাশ ভেঙে পড়ে অচিরে।
তুমি সেই বিশ্বাসের সাথী, 
যে বিশ্বাস বিলীনে যায় বহুদূরে।।
শত চেষ্টা করিলেও ফিরিবেনা আর,
তবে কেন স্বেচ্ছাচারী শুন্যে উড়িবার। 
তুমি সেই গাঙের নাবিক,
যে গাঙ শুষ্ক জ্বলন্ত দাবানলে।
তুমি সেই নাবিক নির্ভীক,
যে নাবিক গাঙের শুষ্কতলে।।
পল্কা কাষ্ঠ নৌকাখানি যাইবে বিফলে,
তবে কেন বৈঠা হাতে জাল নদীতলে।


No comments:

Post a Comment