এসো হে বসন্ত
আব্দুল মান্নান মল্লিক
এসো এসো এসো ,
এসো হে বসন্ত।।
বাংলার চত্বরে উড়াও পুষ্পনিশান,
রক্তিম হয়ে উঠুক সুরভিত বাগান।
বাংলা উদ্বেগ আসার অপেক্ষায়,
খুলে দাও এবার নতুন অধ্যায়।
এসো এসো এসো,
এসো হে বসন্ত।।
ঝরিয়ে দিয়ে বৃক্ষের শুকনো পাতা,
নবপত্র পুষ্পে আসুক বাংলার নিষ্ঠা।
বাতাসে বেজে উঠুক পাখিদের গান,
পুষ্পে-পুষ্পে ভ্রমর করুক মধু-পান।
এসো এসো এসো ,
এসো হে বসন্ত।।
ধ্বনিত কর বাতাস কোকিলের কুহু,
গেয়েছিলাম সাথে গান শৈশবে হুবহু।
ফিরে আসুক বাংলা পুনর সম্মানে,
ভেসে উঠুক সুর কোকিলের গানে।
এসো এসো এসো ,
এসো হে বসন্ত।।
আসুক বৃক্ষের কোটরে বসন্ত বৌরা,
রক্তবর্ণ হয়ে উঠুক শাখা কৃষ্ণচূড়া।
মৌগন্ধে বাতাস মতাল অম্রকাননে,
কম্পনের সুর বাজুক ভ্রমর গুঞ্জনে।
এসো এসো এসো ,
এসো হে বসন্ত।।
উত্কণ্ঠিত বাংলাকে কর বিকশিত,
আলিঙ্গনের বন্ধন হক চির অনন্ত।
এসো এসো এসো,
এসো হে বসন্ত।।
আব্দুল মান্নান মল্লিক
এসো এসো এসো ,
এসো হে বসন্ত।।
বাংলার চত্বরে উড়াও পুষ্পনিশান,
রক্তিম হয়ে উঠুক সুরভিত বাগান।
বাংলা উদ্বেগ আসার অপেক্ষায়,
খুলে দাও এবার নতুন অধ্যায়।
এসো এসো এসো,
এসো হে বসন্ত।।
ঝরিয়ে দিয়ে বৃক্ষের শুকনো পাতা,
নবপত্র পুষ্পে আসুক বাংলার নিষ্ঠা।
বাতাসে বেজে উঠুক পাখিদের গান,
পুষ্পে-পুষ্পে ভ্রমর করুক মধু-পান।
এসো এসো এসো ,
এসো হে বসন্ত।।
ধ্বনিত কর বাতাস কোকিলের কুহু,
গেয়েছিলাম সাথে গান শৈশবে হুবহু।
ফিরে আসুক বাংলা পুনর সম্মানে,
ভেসে উঠুক সুর কোকিলের গানে।
এসো এসো এসো ,
এসো হে বসন্ত।।
আসুক বৃক্ষের কোটরে বসন্ত বৌরা,
রক্তবর্ণ হয়ে উঠুক শাখা কৃষ্ণচূড়া।
মৌগন্ধে বাতাস মতাল অম্রকাননে,
কম্পনের সুর বাজুক ভ্রমর গুঞ্জনে।
এসো এসো এসো ,
এসো হে বসন্ত।।
উত্কণ্ঠিত বাংলাকে কর বিকশিত,
আলিঙ্গনের বন্ধন হক চির অনন্ত।
এসো এসো এসো,
এসো হে বসন্ত।।
No comments:
Post a Comment