Friday, 29 January 2016

এইতো জীবন

এইতো জীবন

আব্দুল মান্নান মল্লিক

কোনটা জীবন কোনটা মরণ,
কর রে মন সরণ।
যখন যেথায় থাকো রে মন,
হয়না আত্মার মরণ।।
ঘুমের ঘোরে আঁতকে ওঠো,
ভাবছ মিথ্যা স্বপন।
সহানুভূতি আর অনুভূতি,
সেই ঘরেও সর্বক্ষণ।।
বিচরণ কর যখন যেথায়,
সম্বল শুধু বাতাস।
শূন্য হৃদয় পূরণ করে,
শ্বাস আর প্রশ্বাস।।
মনের দরজায় তালাচাবি,
উঠোনে কর বাস।
খোলা জানালায় আসে যায়,
অহরহ বাতাস।।
ভাবো রে মন ধ্যানমগ্নে,
ঘুচবে অন্ধকার।
ভেবে ভেবে সবই ফাঁকা,
এইতো জীবন সার।।

No comments:

Post a Comment