Thursday, 31 December 2015

নতুন বছর

নতুন বছর

আব্দুল মান্নান মল্লিক

এক দুই করে কত গুনেছি প্রহর,
এইতো এসেছে আবার নতুন বছর।
বোমের শব্দ আর ধোঁয়া আঁধার,
অপেক্ষায় ধরাধাম খুলে দিল দ্বার।
বরণের থালা হাতে চাঁদ মামা ঐ,
সারিতে তারকাদের আনন্দের হৈচৈ।
বরণ করেছি সবে খুলে মন প্রাণ,
ভেদাভেদ ভুলে আজ সবাই সমান।
দূর কর গ্লানি যত মনের আঁধার,
দূর কর কুসংস্কার হবে নব-সংস্কার।
ব্রতে বাঁধিব হাত গড়িব সমাজ,
একসাথে চলিতে বাধা নাই আজ।
চঞ্চল মন আজ উল্লাসিত ধরণী,
শুরু হল নবরূপে ধরণীর জীবনী।

No comments:

Post a Comment