Tuesday, 31 May 2016

বৃষ্টি ভিজা সকাল

বৃষ্টি ভিজা সকাল

আব্দুল মান্নান মল্লিক

সাতসকালে টুপুর-টাপুর,
টিনের চালে বাজিয়ে নূপুর।
চোখের জলে কান্নাকাটি,
আকাশ গেছে মেঘে ঢাকি।
ওই যে মেঘ মাথার উপর,
সূর্য কোথায় পাইনা খবর।
ঝিমরে পাখি গাছে গাছে,
গান গাইতে বয়েই গেছে।
বাসার পাখি বৃষ্টির দিনে,
উড়বে নাকি ভাবছে মনে।
ঘুম ছাড়েনা মুছিয়ে আঁখি,
দেখছি ভাবছি স্বপ্ন নাকি?


Monday, 30 May 2016

√ নব বিকাশ

নব বিকাশ

আব্দুল মান্নান মল্লিক

হৃদয় মাঝে রাখবো তাদের,
দুর্বল যারা মানব অসহায়।
করবো নশ্বর ভয় আতঙ্কের,
তাদের পাশে আমরা সহায়।।
রাহাজানি আর দাগাবাজ,
কষ্টি শিলাই করবো যাচাই।
বিকাশ হবে নতুন সমাজ,
দেখবো সেদিন খুশি সবাই।।
শ্রেষ্ঠ জীবের করবো প্রমাণ,
মানুষ সবাই করবো প্রচার।
জাত বিচারে মানুষ সমান,
দূর করবো বিরোধ অনাচার।।
নির্ভীক সবে পেরিয়ে আঁধার,
জ্বালিয়ে দিবো দীপ্তি নিশান।
করবো মানব জাতির সংস্কার,
গোঁড়ামি পথের হবে অবসান।।
ভেদাভেদ ছেড়ে সঙ্ঘবদ্ধ,
উদ্ভব করবো নতুন প্রচার।
থাকবেনা কোনো গোষ্ঠীদ্বন্দ্ব,
রবেনা ভেদ জাতির বিচার।।
দেখবো জগত নতুন করে,
খুঁজবো এবার আলোর উৎস।
আঁধার পথের প্রদীপ ধরে,
দেখবো কোথায় গুপ্ত রহস্য।।
ছেলে বুড়ো দেশের জোয়ান,
করবো মিলে বিভেদ মোচন।
হিন্দু মুসলমান জৈন খৃষ্টান,
করবো প্রচার নতুন সূচন।।

Saturday, 28 May 2016

নকশা ঘর

নকশা ঘর

আব্দুল মান্নান মল্লিক

ভাবনা শুধু তোমার কথা
আকাশ চেয়ে থাকি।
ভাসা মেঘে মিলিয়ে আমি
তোমার ছবি আঁকি।।
হয়তো তুমি আসবে কাছে
খোপায় গাঁদা ফুলে।
নইতো তুমি আসবে ছুটে
উড়িয়ে এ্যালো চুলে।।
আলতা পায়ে লাল শাড়িতে
বাজিয়ে নূপুর ধ্বনি।
হঠাৎ কখন আসবে তুমি
চেয়ে প্রহর গুনি।।
বলতে চাওয়া কথা সেদিন
চাপা ছিলো বুকে।
কিছু কথা বলতে হারাও
মিষ্টি হাসির ফাঁকে।।
চেতনে তুমি স্বপ্নে তুমি
হৃদয় মাঝে তুমি।
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি
তাইতো অনুগামী।।

Friday, 27 May 2016

শৈশবের ভাবনা

শৈশবের ভাবনা

আব্দুল মান্নান মল্লিক

আকাশ তুমি অনেক দূরে
যেতে বড় ইচ্ছা করে।
ভাবছি বসে তোমার কথা
কোন পথে যায় উড়ে।।
দেখবো কেমন তারার ঝাঁক
জোছনা ছড়ানো চাঁদ।
হাসবো গাইবো খেলবো সাথে
কাটিয়ে দিবো রাত।।
হারিয়ে যাওয়া খেলার সাথি
তোমার কাছে নাকি।
মা বলেছে এই কথাটি
তাইতো চেয়ে থাকি।।
বলে দাওনা আকাশ তুমি
পাই যদি তার দেখা।
তোমার কাছে উড়ে যাবো
মেঘের পথে একা।।
ফেলে যাওয়া খেলনা যতো
গুছিয়ে নিবো সাথে।
সাথির কাছে যেতে আমার
ভয় করেনা রাতে।।

Thursday, 26 May 2016

মেঘের কুরুধ্বনি

মেঘের কুরুধ্বনি

আব্দুল মান্নান মল্লিক

মেঘ করেছে পূব আকাশে
কালো অন্ধকার।
কলি খেলায় বেজে ওঠে
নভ ঝঙ্কার।।

কিছু কালো কিছু আলো
মতের নাই ঠিক।
প্রাতকালের আকাশ বুঝি
পাইনা খুজে দিক।।

তর্জনগর্জন কেবলই সার
বৃথাই আস্ফালন।
কুরুধ্বনি আর আতশবাজি
জলেতে অকুলন।।

তোমার দিকে চেয়ে ধরণি
হবে বুঝি শীতল।
অবশেষে শুকনো পাতাই
পারনি দিতে জল।।


Tuesday, 24 May 2016

অসহায়

অসহায়

আব্দুল মান্নান মল্লিক

আমি ঝরে পড়া পুষ্পদল,
ভেসে যায় অসহায় নির্জীব জলস্রোতে।
বাধা পড়ে যায় কখনো
মাথা জাগানো আবর্জনা ঘাসে।
হংসের দাপাদাপিই ঘোলা জল গায়ে মেখে
স্রোতের ঘাতে ঘাতে বাধাবিঘ্ন পেরিয়ে
যেতে চাই আমি এক উদ্দেশ্যের পথে।
স্রোতের টানে ভেসে যায় ইচ্ছার বিপথে।
আশার আলোর পাইনি দেখা বৃন্তযুক্ত গাছে,
তবু কেন আশা মনে ছিন্ন জলস্রোতে?
অস্থিরের জীবন শুধু আশার সন্ধানে,
বৃথাই চক্রাকার জীবনের পথে।
হয়তো বা গতিপথে কোথাও পথে,
পলিতে পড়িবো ঢাকা দাঁড়িয়ে নিস্পন্দে।

Sunday, 22 May 2016

জ্যৈষ্ঠকান্তি

জ্যৈষ্ঠকান্তি

আব্দুল মান্নান মল্লিক

জ্যৈষ্ঠ মাসের মিঠাই গন্ধে
উল্লাসিত সবাই।
গল্প কথায় দিন কেটে যায়
ছিন্ন মেঘের ছায়ায়।।

উল্টো সিধা বইছে বাতাস
আকাশ ছেয়ে চাতক।
মাছরাঙাটি পাড়ের গাছে
জলের ধারে বক।।

গরুগুলো মাঠের মাঝে
বাগাল ছায়াতলে।
দড়ি বেধে গাছের ডালে
খেলছে ঝুলে-ঝুলে।।

শাক তুলতে চাষির মেয়ে
ওই যে দূরের মাঠে।
হাঁটু পাটের জমিয় ঢুকে
পাটের মুণ্ডু কাটে।।

ছুমাই দাদু হাঁটছে লাঠিয়
গায়ের জামা কাঁধে।
হয়তো যাবে জামাই বাড়ি
মিঠাই হাঁড়ি বেঁধে।।

কাক কুলায়ে কোকিল ছানা
আদরে বড় করে।
বোকা কাক বুঝলনারে
কষ্টে খেটে মরে।।

বাবুই পাখি বাসা বাঁধে
অতি সুন্দর করে।
বোকা বাবুই বাসা ছেড়ে
ভুগছে বৃষ্টি ঝড়ে।।

Saturday, 21 May 2016

বহুরূপী

বহুরূপী

আব্দুল মান্নান মল্লিক

বেঁচে থাকা অনেকদিন,
মরলেইবা একদিন।
এতোদিনে করেছি কি,
বেঁচে থাকা কি জরুরি।
কিসের আশায় কিসের নেশাই?
খেলে গেলাম সর্বনাশাই।
আমরা সবাই মানবরূপী,
সত্য কথায় বহুরূপী।
বেচাকেনায় ধর্মের কাঁটা,
তবুও ওজন ভারা ছাঁটা।
চক্রে ঘুরি সুযোগ কোথায়?
জাতকূলমান থাক বা যায়।
দিনেরাতে রঙ বদলায়,
সমান ভাসি জোয়ারভাটায়।
নিজের আগুনে নিজে পুড়ি,
মিছরি ছুরিই ঘোরাঘুরি।
লোক দেখানো ভালোবাসায়,
সেলাম পেলাম বাবুমশাই।
কলির কালি গায়ে মাখাই ,
এই নিয়ে কি বাঁচা যায়?
এইতো আমরা মানুষ সবাই,
বল বেঁচে লাভটা কোথায়?
পথ ছেড়ে যায় অলিগলি,
কেমন করে মানুষ বলি?


Sunday, 15 May 2016

বাধন হারা

বাধন হারা

আব্দুল মান্নান মল্লিক

কখনো নিজে মন উদাসী,
কখনো ভাবি পাগল আমি।
কখনো ভাসি ওই আকাশে,
ডানা মেলেছি চাঁদের দেশে।
সবুজ গাছের মাথায় মাথায়,
বৈশাখ মাসে মেঘের ছায়ায়।
পড়বো না আর খাঁচায় ধরা,
আজকে আমি বাধন হারা।
থাকবো না আর অন্ধ ঘরে,
যেথায় সেথায় বেড়ায় ঘুরে।
ওই দেখা যায় জগত পারে,
সেথায় যাবো নিজের ঘরে।
বানিয়ে রাস্তা সুড়ঙ্গ তলে,
নইলে যাবো ভেসে জলে।
শুকিয়ে পাতা যখন ঝরে,
গাছের ক্ষমতা রাখবে ধরে?


Wednesday, 11 May 2016

দুষ্টু ভোমরা

দুষ্টু ভোমরা (b.k)

আব্দুল মান্নান মল্লিক

ওরে দুষ্টু কেলো ভোমরা,
ঢুকিসনা পুষ্পবাগে।
কলঙ্ক দাগ মুছবেনা আর,
যদি একবার লাগে।
বাগান ভরা ফুলগুলো সব,
করে হাসাহাসি।
ওরে দুষ্টু সুযোগ খুজিস,
কেমন করে আসি।
রঙিন রঙিন পুষ্প কুসুম,
ছুলে কেলো রঙে।
মলিন হবে ফুলের বাগান,
পাপড়ি যাবে ভেঙে।
ফুলের উপর ঘোরাঘুরি,
বসিস যদি ফুলে।
ধরতে যদি পারি একবার,
মারব আছাড় তুলে।
করিসনা আর উড়োউড়ি,
বাগানের আশপাশ।
এমন করে মারব তোরে,
করব মরণলাশ।
দুষ্টুমি আর জহর জ্বলন,
রঙের কত বাহার -
ছেঁচন দিয়ে করবো শোধন,
আঁধার পরিষ্কার।
ধারের কাছে দেখি যখন,
পিত্ত যায় জ্বলে।
নলশুঁড়োটা মুচড়ে দিবো,
ডুববি লোনাজলে।

Tuesday, 10 May 2016

গায়ক পাখি দোয়েল

গায়ক পাখি দোয়েল (prapti)

আব্দুল মান্নান মল্লিক

গানে গানে ডাকছি তোমায়,
কবি বন্ধু আমার।
রাত বহিয়া ভোরের বেলা,
ঘুমাও কেন আর?
আমায় নিয়ে অনেক কথা,
লিখছো কবিতায়।
তাইতো আমি চোখ মেলেছি,
ডাকি ভোরবেলায়।
বন্ধু যখন কলম খাতায়,
বকুল তলে ছায়ায়।
আমি তখন শাখায় শাখায়,
আনন্দে গান গায়।
আমি নাকি দোয়েল গায়ক,
খাতার পাতা জুড়ে।
তাইতো কাছে আসি বন্ধু,
যখন তখন উড়ে।
শালিক পাখির কিচিরমিচির,
লিখতে কাঁপে হাত।
গায়ক পাখি আমার কথা,
লিখছো দিবস রাত।
লিখবে তুমি গাইবো আমি,
ছন্দে ছন্দে সুরে।
ভরিয়ে দিবো আকাশ বাতাস,
গাঙের ওই পারে।
প্রণাম জানাই কবি বন্ধু,
আর তো কিছু নাই।
তুমি লেখক দোয়েল গায়ক,
তোমার কবিতায়।

Monday, 9 May 2016

সময়ের মর্যাদা

সময়ের মর্যাদা

আব্দুল মান্নান মল্লিক

রাতের ঘুম হারায় চাঁদের আলোয়,
দিনের ভাবনা যত পথের ধুলোয়।
কুরে খায় বক্ষপিঞ্জর দিনে ও রাতে,
আশ্বাস কথা নিয়ে তোমাকে ভাবিতে।
ডানা মেলে উড়ে মন কখনো উদাসী,
অঠাঁয়ে ফাঁকা সব আমি শুন্যে ভাসি।
খালি মোর হৃদাঙ্গন ধরেছি নেত্রপাতে,
রাতদিন কাটে মোর তোমার আশাতে।
জেগে থাকা স্বপ্ন যেন প্রণয় বিফল,
অবসে ভাসে জীবন নির্জীব অবিকল।
এমনি ফুরাবে সময় জমা ছিল যত,
জীবনের প্রথম পদে দিয়েছিলাম শর্ত।
মেঘে ঢাকা সময় যেন আড়ালে লুকায়,
অসময়ে হারায় সময় বড় ভাল একাই।
কাউকে ভাবিনা তাই সময় যায় বয়ে,
রাখিতে পারিনা ধরে বড় মূল্য দিয়ে।

Wednesday, 4 May 2016

একটি মাঠের ব্যবধান

একটি মাঠের ব্যবধান

আব্দুল মান্নান মল্লিক

সরস সিক্ত কবিতার কথায় 
বৃষ্টি ঝরা পাতায়।
শত কবিতার ভিড়ে আমার
ওই কবিতা নাই।
আমার গাঁয়ে নূপুর বাজে
নীরস গাছের পাতায়। 
তপ্ত আকাশ তপ্ত বাতাস
লিখে যায় কবিতায়।
মৃগতৃষ্ণায় ঢেউ তুলেছে 
ওই যে মাঠের দিক।
অনল দাহ গাঁ-টি আমার
জ্বলছে চতুর্দিক।
মাঠের কাজ ছেড়ে চাষি
গাছের ছায়াতলে। 
প্রাণ বাঁচাতে কেউবা নামে
মাঠে খালের জলে।
আজকে বুঝি বৃষ্টি ঝরবে
এমনি কাটে দিন।
মাটি পুড়ে তামার আদল
বিভীষিকায় দুর্দিন।
গাঁয়ের পরে মাঠ পেরিয়ে
বৃষ্টিয় ভিজা গাঁ।
রোদ দুপুরে গাঁ-টি আমার
করছে ধুধু খাঁখাঁ।
এইতো দেখি প্রথম বছর
বৈশাখ মাসের শেষে।
ওই যে গাঁটি বৃষ্টিয় ভিজে
আমার গাঁয়ের পাশে।