বৃষ্টি ভিজা সকাল
আব্দুল মান্নান মল্লিক
সাতসকালে টুপুর-টাপুর,
টিনের চালে বাজিয়ে নূপুর।
চোখের জলে কান্নাকাটি,
আকাশ গেছে মেঘে ঢাকি।
ওই যে মেঘ মাথার উপর,
সূর্য কোথায় পাইনা খবর।
ঝিমরে পাখি গাছে গাছে,
গান গাইতে বয়েই গেছে।
বাসার পাখি বৃষ্টির দিনে,
উড়বে নাকি ভাবছে মনে।
ঘুম ছাড়েনা মুছিয়ে আঁখি,
দেখছি ভাবছি স্বপ্ন নাকি?
আব্দুল মান্নান মল্লিক
সাতসকালে টুপুর-টাপুর,
টিনের চালে বাজিয়ে নূপুর।
চোখের জলে কান্নাকাটি,
আকাশ গেছে মেঘে ঢাকি।
ওই যে মেঘ মাথার উপর,
সূর্য কোথায় পাইনা খবর।
ঝিমরে পাখি গাছে গাছে,
গান গাইতে বয়েই গেছে।
বাসার পাখি বৃষ্টির দিনে,
উড়বে নাকি ভাবছে মনে।
ঘুম ছাড়েনা মুছিয়ে আঁখি,
দেখছি ভাবছি স্বপ্ন নাকি?