Friday, 19 June 2015

চুরির ফল


স্বরচিত কবিতা

চুরির ফল

ঝিপ ঝিপ বৃষ্টি মাঝে,
চুরিতে যায় আমগাছে।
দুটো আম পেয়ে কাছে,
আর দুটো অগ্রে আছে।
ছাড়াতে আম খোসা,
পিঠে বসে কত মশা।
আম রসে শিক্ত হাতে,
পারিনা মশা তাড়াতে।
খেয়ে পিঠ লাল করে,
হু-হু মোর জ্বালা ধরে।
ঘেউ-ঘেউ ধেয়ে আসে,
নিরুপায় হয় অবশেষে।
মালিকের ওই ডাল কুত্তা,
ছুটে পালাই কোন রাস্তা।
দিয়ে ঝাঁপ প্রাণ বাঁচাতে,
মালিক আসে লাঠি হাতে।
টপকে যায় কাঁটা বেড়া,
মালিক পিছে কুত্তার তাড়া।
মালিক ছুড়ে হাতের লাঠি,
ফেলে দিলাম আম দুটি।
দৌড়ে পালাই মাঠ মাঝে,
প্রাণটি ফিরে দেহের কাছে।
কানমুলি ভাই করি শপথ,
ছেড়ে দিয়ে চুরির এই পথ।
আম চুরিতে পেলাম শিক্ষা,
চেয়ে খাব করবো ভিক্ষা।

No comments:

Post a Comment