স্বরচিত কবিতা
রঙ খেলে বসন্ত
ঝিরিঝিরি বাতাস বহে, উল্লাসিত প্রাণে,
নব ঋতুর কল্লোল, আর পাখিদের গানে।
হলুদ লাল সোনালি, সবুজে বাংলা ঘেরা,
রাতের আগমনে আকাশ, মেঘমুক্ত তারা।
মৌ-মৌ গন্ধে ভরা, মাতোয়ারা বাতাস,
পাতা ঝরা শাখায় , ফুটে আছে পলাশ।
দল ছাড়া মৌমাছি, উড়িছে হেথা সেথায়,
আনাগোনা আমবনে, মধুপানে ব্যাস্ততায়।
যেদিকে তাকাই দেখি, মাধুর্যের শোভায়,
পাখিদের উৎসব বসে, শিমুলের শাখায়।
মালতী মাধবী বকুল, আরও কৃষ্ণচূড়া,
হলুদের শাখা ভরা, দাঁড়িয়ে রাধাচূড়া।
বসন্তের ডঙ্কা বাজে, জেগে ওঠে বঙ্গ,
হরিদ্রা ভূষণে রঞ্জিত, নব সাজের গন্ধ।
তরুণীরা খোঁপা বাঁধে, রক্তিমার ফুলে,
আহ্লাদীর অহঙ্কারী, হাঁটুনি হেলেদুলে।
কাঞ্চন ফুল ফুটে, বেরঙে আরও রঙে,
প্রজাপতি মধুপান, করে নানান ঢঙে।
চড়া নিচু পথ ধারে, কোথাও আছে বাঁক,
গাছতলাতে ঝগড়া করে, শালিকের ঝাঁক।
বসন্তবৌরী পাখি, শুকনো ডালের উপর,
বাসা বাঁধার ব্যাকুলতায়, করিছে কোটর।
খুলে যায় মন জানালা, অনুরাগের ছোঁয়া,
উল্লাস মন মানেনা বারণ, করিতে অক্রিয়া।
No comments:
Post a Comment