মাতৃ স্মৃতি
আব্দুল মান্নান মল্লিক
ফেলে আসা দিন বুঝি ফিরিবেনা আর,
কিছু স্মৃতি ভেসে আসে সম্মুখে আমার।
বুঝিবারে আছে ধরায় মাতৃ হারা জন,
অকালে হারিয়ে মাতা সদা পুড়ে মন।
শৈশবের স্বপ্ন আঁকা ছিল সেদিন যত,
সব কিছুর কারণ হয় মাতৃত্বে বঞ্চিত।
সেদিনের চন্দ্র আজও দিয়ে যায় দীপ্তি,
ভাষ্কর তেমনি আছে কমেনি তার শক্তি।
তবু কেন রূপান্তর আমার এই জীবন,
অপূর্ণ গেছে রয়ে কল্পনা আঁকা স্বপন।
সব কিছু বিলীন হয়ে দৃশ্যের অগোচরে,
নিজেকে হারাতে চাই তবু আসি ফিরে।
খালি গাঙের জলোচ্ছাস আছড়ে কুলে,
বালির বাঁধ ভাঙে মোর প্লাবিত ভূতলে।
No comments:
Post a Comment