ব্যর্থতা
আব্দুল মান্নান মল্লিক
কুঞ্জ পাড়ায় শুনে আসি কবিগানের পালা,
দুই কবিয়াল তর্ক করে মিটেনা সারা বেলা।
ধরেছিলাম ছোট্ট ভুল কবিয়ালের কথায়,
মাটিতে আর পা পড়েনা বুদ্ধি কত মাথায়।
পকেটে তাই কলম রাখি বাঁধা খাতা হাতে,
ভুল ধরেছি কবি হয়েছি কথা বলি আস্তে।
ভূষণ বেশ বদলে পরি পাজামা পাঞ্জাবি,
স্কন্ধে ঝোলা ঝুলিয়ে রাখি হয়ে গেছি কবি।
একে একে দুই লাইন লিখি কাব্য কথা,
প্রসংশার আস্বাদন খুঁজি রাস্তায় অযথা।
পাঁচ দশটা লোক যদি দেখি কোনখানে,
হইতো বা ভেসে আসে মোর নাম কানে।
গাঁয়ের রাস্তা ঘুরি যখন উঁচু করি গ্রীবা,
সবারে দিই মুখ দর্শন গোঁফে দিয়ে তা।
নাচানাচি করবে বুঝি মুকে মাথায় তুলে,
তাইনা ভাবি ঘুরি ফিরি সংসার কর্ম ভুলে।
পথে ধরে শুধাই কারো শুনেছ কিছু ভাই?
বলে দিল মুখের উপর তোমার কথা নাই।
জোনাকিতে জ্বলে থাকি ভাবি চন্দ্র রবি,
বুঝিনাতো আজও আমি কেমনে হয় কবি।
আব্দুল মান্নান মল্লিক
কুঞ্জ পাড়ায় শুনে আসি কবিগানের পালা,
দুই কবিয়াল তর্ক করে মিটেনা সারা বেলা।
ধরেছিলাম ছোট্ট ভুল কবিয়ালের কথায়,
মাটিতে আর পা পড়েনা বুদ্ধি কত মাথায়।
পকেটে তাই কলম রাখি বাঁধা খাতা হাতে,
ভুল ধরেছি কবি হয়েছি কথা বলি আস্তে।
ভূষণ বেশ বদলে পরি পাজামা পাঞ্জাবি,
স্কন্ধে ঝোলা ঝুলিয়ে রাখি হয়ে গেছি কবি।
একে একে দুই লাইন লিখি কাব্য কথা,
প্রসংশার আস্বাদন খুঁজি রাস্তায় অযথা।
পাঁচ দশটা লোক যদি দেখি কোনখানে,
হইতো বা ভেসে আসে মোর নাম কানে।
গাঁয়ের রাস্তা ঘুরি যখন উঁচু করি গ্রীবা,
সবারে দিই মুখ দর্শন গোঁফে দিয়ে তা।
নাচানাচি করবে বুঝি মুকে মাথায় তুলে,
তাইনা ভাবি ঘুরি ফিরি সংসার কর্ম ভুলে।
পথে ধরে শুধাই কারো শুনেছ কিছু ভাই?
বলে দিল মুখের উপর তোমার কথা নাই।
জোনাকিতে জ্বলে থাকি ভাবি চন্দ্র রবি,
বুঝিনাতো আজও আমি কেমনে হয় কবি।
No comments:
Post a Comment