Thursday, 25 June 2015

হারানো খাতা

হারানো খাতা

আব্দুল মান্নান মল্লিক

শৈশবে লিখেছিনু কিছু কাব্যের কথা,
আজও পেলামনা সেই হারানো খাতা।
স্মৃতিকথা লুকায়ে কিছু অন্তর গভীরে,
খুজিতে অপেক্ষায় আমি অন্তর দ্বারে।
পদ্মদিঘীর কাব্য কথা লিখা ছিলো খাতায়,
ছোট্ট পাখি চাঁন করেছে পদ্মজলের পাতায়।
কাঠকুড়ানি মেয়েটা যেন ঘুরে প্রতিকায়,
জীবনীর কথা তার ছিল আদ্য পাতায়।
দুটি বলদ ডাকাই ছেদি কালোতে সাদাই,
স্কন্ধে লাঙল ছেদির কথা কাব্যের খাতায়।
সারিতে চাষীরা মাঠে কেটেছিল ধান,
রাখাল ছেলে গাছতলে গেয়েছিল গান।
তুলো ছলে অম্বুদ যেমন দেখিয়া মিলায়,
মনে পড়ে কখনো যেন আবারও হারায়।
সর্বহারা হয়ে গেছি হারিয়ে কাব্যখাতা,
যেথায় আছে থাকে যেন হয়ে অমরতা।

No comments:

Post a Comment