Thursday, 11 June 2015

বৃষ্টির কবলে


স্বরচিত কবিতা

বৃষ্টির কবলে

স্কুলের পড়া শেষে, ফিরিতে মাঝ পথে,
অঝোরে বৃষ্টি শুরু, নাই কেউ সাথে।
মনে পড়ে যায়, ভুলেছি আনিতে ছাতা,
জামা কাপড় ভিজে যায়, ভিজে বইখাতা।
ক্ষিপ্ত গগন যেন, চমকে উঠিছে বারবার,
পেয়েছে দিন আজ, হয়েছে গগন দুর্বার।
দড়ি ছেঁড়া গরু, ভিজিয়া ছুটিছে দূরপানে,
পিছনে রাখাল ছুটে, বেসামাল হয়ে ক্রন্দনে।
কাকেরা ঝিমরে বসে, কড়ই গাছের ডালে,
চাতকেরা আনন্দ করে, গগনে ডানা মেলে।
পথের ধার বেয়ে, শাপলা ফুলের পুকুরে,
বৃষ্টির আঘাত সহে, ডুবে উঠে বারেবারে।
বিষুর চায়ের দোকান, বৃষ্টি পড়া ঝাপসায়,
কিছু লোক দাঁড়িয়ে, দেখি আমি আবছায়।
দৌড়াতে পিছলে পড়ি, কর্দম মাখা দেহ,
দোকানে উঠি যখন, চিনতে পারেনা কেহ।

No comments:

Post a Comment